বরিশাল বিভাগকে পাত্তাই দিল না ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগে ঢাকা মেট্রোপলিটনের কাছে পাত্তাই পেল না বরিশাল বিভাগ। বরিশালের ঘরের মাঠে আট উইকেটের বড় ব্যবধানে জিতল ঢাকা মেট্রো।
ম্যাচের তৃতীয় দিনই দাপট রেখেছিল ঢাকা। চতুর্থদিন সারল আনুষ্ঠানিকতা। আজ বৃহস্পতিবার চতুর্থ দিনের মধ্যাহ্ন বিরতির আগেই জয় তুলে নিয়েছে ঢাকা।
আজ সাত উইকেটে ১৭৭ রানে দিনের খেলা শুরু করে বরিশাল। কিন্তু চতুর্থ দিন ইনিংস বড় করতে পারেনি তারা। চতুর্থ দিন আরও ৩১ রান যোগ করে ২০৮ রানে থামে বরিশাল।
প্রথম ইনিংসের লিড পাওয়ায় দ্বিতীয় ইনিংসে ঢাকার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৭ রানের। এই রান তুলতে বেশি সময় নেয়নি ঢাকা। দুই উইকেট হারিয়ে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা। দলের হয়ে ১৫ রান করেন জাহিদুজ্জামান। ১০ রান করেন আনিসুল ইসলাম।
এর আগে প্রথম ইনিংসে ১৭২ রানের লিড পায় ঢাকা মেট্রো। বরিশাল বিভাগের করা ২৪১ রানের জবাবে প্রথম ইনিংসে ৪১৩ রান তোলে ঢাকা মেট্রো। সেঞ্চুরি করেছেন ঢাকার দুই খেলোয়াড়। তাঁরা হলেন শহিদুল ইসলাম ও মার্শাল আয়ুব। ১৫০ বল খেলে ১০৬ রান করেন শহিদুল। ১৬৫ বলে ১১২ রান করেন মার্শাল। ১২৩ বল খেলে ৬০ রান করেন জাহিদুজ্জামান।