রানার বোলিংয়ে উড়ে গেল রাজশাহী
শেষ দিনে জয়ের জন্য চট্টগ্রামের প্রয়োজন ছিল পাঁচ উইকেট, আর রাজশাহী বিভাগের লাগতো ১৩৬ রান। এমন রোমাঞ্চকর ম্যাচে বল হাতে আগুন ঝরালেন চট্টগ্রামের বোলার মেহেদী হাসান রানা। প্রতিপক্ষকে লক্ষ্যে যেতে দিলেন না তিনি। তাঁর দুর্দান্ত বোলিংয়ে উড়ে গেল রাজশাহী বিভাগ। চট্টগ্রাম বিভাগ জয় পেল ৮৮ রানে।
মাত্র ১৭ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান রানা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নিয়েছেন তিনি। ম্যাচসেরার পুরস্কারও উঠেছে রানার হাতে।
জাতীয় ক্রিকেট লিগে প্রথম ইনিংসে ২৮৭ রান সংগ্রহ করে চট্টগ্রাম বিভাগ। বিপরীতে প্রথম ইনিংসে ১৫২ রানে গুটিয়ে যায় রাজশাহী। এরপর দ্বিতীয় ইনিংসে ১৪৭ রান করে লিডসহ রাজশাহীকে ২৮৩ রানের টার্গেট দেয় চট্টগ্রাম। জবাব দিতে নেমে ১৯৪ রানেই গুটিয়ে যায় রাজশাহী।
আজ বৃহস্পতিবার রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ৫ উইকেটে ১৪৭ রান নিয়ে দিন শুরু করেছিল স্বাগতিকরা। ৫১ রানে অপরাজিত থাকা জুনায়েদ সিদ্দিকীর ব্যাটে আশা জাগে জয়ের। কিন্তু ব্যাটিংয়ে ধর নামলে ক্রমেই আশা মিলিয়ে যায় রাজশাহীর। জুনায়েদকে কেউই ভালোভাবে সঙ্গ দিতে পারেননি।
জুনায়েদই শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। ৬৮ রানের ইনিংস খেলেছেন তিনি। ১৬৩ বলে তাঁর ইনিংসে ছিল পাঁচ বাউন্ডারি। বাকিরা কেউ ৩০-এর ঘর পার করতে পারেননি। ১৯ বলে দ্বিতীয় সর্বাধিক ২৮ রান করেন তানজিদ হাসান।