বিসিবি সভাপতির বাসায় জরুরি বৈঠক
আর কদিন বাদে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজের দল ঘোষণার আগে আজ বুধবার সন্ধ্যায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাঁর গুলশানের বাসভবনে জাতীয় দলের পাঁচ সাবেক অধিনায়কের সঙ্গে বৈঠকে বসেন।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড পরিচালক আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন এই বৈঠকে উপস্থিত ছিলেন।
সভা শেষে উপস্থিত সাংবাদিকদের নাইমুর রহমান দুর্জয় বলেন, ‘বোর্ড সভাপতির সঙ্গে আমাদের খোলামেলা আলোচনা হয়েছে। আগের কিছু সিরিজে বাংলাদেশ দলের সাফল্য ব্যর্থতা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আলোচনা হয়েছে।’
নিউজিল্যান্ডে বাংলাদেশ দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। ডানেডিনে প্রথম ওয়ানডে ২০ মার্চ। ২৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে ক্রাইস্টচার্চে এবং ২৬ মার্চ সিরিজের শেষ ওয়ানডে হবে ওয়েলিংটনে। ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে হ্যামিল্টন, নেপিয়ার ও অকল্যান্ডে।