ভারতের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশের হতাশার শুরু
দেড়দিন ব্যাট করে স্কোরবোর্ডে চার শতাধিক রান তুলেছে ভারত। জবাবে হতাশ করেছেন নাজমুল হোসেন শান্ত ও ইয়াসির আলি। চট্টগ্রাম টেস্টে রানের খাতা না খুলেই আউট হয়েছেন শান্ত, ৪ রান করে বোল্ড হয়েছেন ইয়াসির। তাতে শুরুটা ভালো হলো না বাংলাদেশের। বোলারদের নৈপূণ্যে প্রথম দিনে বেশ ভালোই করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনে অষ্টম উইকেট জুটিতে ভর করে সংগ্রহ বড় করে ভারত। জবাবে দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে সাকিবের দল।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নেমেছে ভারত-বাংলাদেশ। প্রথম দিনে ৬ উইকেটে ২৭৪ রানে শেষ করা ভারত দ্বিতীয় দিনের শুরুতেই ধাক্কা খেয়েছিল। তবে অশ্বিন-কুলদীপ জুটিতে ভর করে ৪০৪ রান করে অলআউট হয় লোকেশ রাহুলের দল।
জবাবে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের প্রথম বলেই ব্যর্থ হয়েছিলেন শান্ত। উইকেটরক্ষক রিশাব পন্থের হাতে যাওয়ার আগে ব্যাট ছুঁয়ে গিয়েছিল বল। তাতে শূন্য রানেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে।
উইকেটে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি ইয়াসির আলিও। দলীয় ৫ রানে উমেশ যাদবের বলে পরিষ্কার বোল্ড হয়ে ফেরেন ইয়াসির। তিনি ১৭ বলে করেছেন মাত্র ৪ রান। এই মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস এবং ওপেনার জাকির হাসান। বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩৭ রান।