মাহমুদউল্লাহর সঙ্গে আলোচনা করেই নতুন সিদ্ধান্ত
সম্প্রতি বিষয়টি আলোচনায় এসেছে, টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহর পরিবর্তন নিয়ে। ক্রিকেট পাড়ায় গুঞ্জন, তাঁকে সরিয়ে সাকিব আল হাসানকে দায়িত্ব দেওয়া হতে পারে। আজ রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হয়েছিল। না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি।
বিসিবি সভাপতি আপতত পরিষ্কার করে কিছু না বললেও, মাহমুদউল্লাহর সঙ্গে কথা বলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে এখনই কিছু বলা কঠিন। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে এক মাস চলে যাবে। অধিনায়ক আসবে, তাদের সঙ্গে বসতে হবে। মাহমুদউল্লাহ রান পাচ্ছে না বলে আলোচনায় আসছে বিষয়টি। সে রান পেলে সব ঠিক হয়ে যাবে।’
টেস্ট দলের পারফরম্যান্স নিয়ে নাজমুল হাসান বলেন, ‘টি-টোয়েন্টি ও টেস্টে আমরা ভালো করছি না। টেস্টে আমরা এর মধ্যেই কিছু পরিকল্পনা করেছি। ঘরোয়া ক্রিকেটে কী করলে প্রতিযোগিতাপূর্ণ হবে, সেটাই বুঝতে পারছি না। এটা নিয়ে আমরা আলোচনা করছি। কমিটি হয়েছে, দেখা যাক কী হয়।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ ২-০তে হোয়াইটওয়াশ হয়েছে। আর মাহমুদউল্লাহ বাজে পারফর্ম করেন। শুধু তাই নয়, সম্প্রতি তাঁর পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। শেষ তিনটি টি-টোয়েন্টিতে তিনি যথাক্রমে ৮, ১১ ও ২২ রান করেন। তাই কড়া সমালোচনা হচ্ছে এই আভিজ্ঞ ব্যাটারকে নিয়ে।