ভারতে না যেতে অনড় বিসিবি, ফের চিঠি দেবে আইসিসিকে
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্পর্ক এখন তলানিতে গিয়ে ঠেকেছে। মুস্তাফিজুর রহমানের ইস্যুর পর সেটি প্রকাশ্যে এসেছে। এমন অবস্থায় নিরাপত্তা শঙ্কার কারণে আগামী মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ।
এ নিয়ে আইসিসির কাছে ই-মেইলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বিসিবি। গত রাতে আইসিসিও সেই চিঠির প্রতিক্রিয়া জানিয়েছে। এরপর আজ বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির পরিচালকরা।
সেই বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল জানান, ভারতে নিরাপত্তা শঙ্কা নিয়ে আবারও আইসিসির সঙ্গে কথা বলবে বিসিবি। বুলবুল বলেন, ‘ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আজ অথবা আগামীকাল আবারও আইসিসিকে চিঠি দেওয়া হবে।’
এর আগে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় বিসিসিআই। মূলত ভারতীয় উগ্রপন্থি হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির কাছে নতী স্বীকার করেই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই।
ভারতের এই হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) নড়েচড়ে বসেছে। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাওয়ার কথা ছিল বাংলাদেশের। টাইগারদের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। তবে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে দল পাঠাবে না বিসিবি। বাংলাদেশের খেলাগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আবেদন করা হয়।

স্পোর্টস ডেস্ক