রোমাঞ্চকর ম্যাচে ম্যানইউর জয়ের হাসি
ইংলিশ প্রিমিয়ার লিগে কাল উত্তেজনা ছড়িয়েছে দুই ইউনাইটেড—ম্যানচেস্টার ও লিডসের লড়াই। আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো ম্যাচ ছিল রোমাঞ্চে ভরপুর। এমন ম্যাচ শেষে অবশ্য জয়ের হাসি হেসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিডসের বিপক্ষে জয় নিয়েই মাঠ ছেড়েছে রালফ রাংনিকের দল।
প্রতিপক্ষের মাঠে গতকাল রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিডস ইউনাইটেডকে ৪-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।
ম্যানইউর হয়ে গোল করেছেন হ্যারি ম্যাগুইয়ার ও ব্রুনো ফার্নান্দেস, ফ্রেদ ও এন্থনি এলেঙ্গা। আর, প্রতিপক্ষের হয়ে জালের দেখা পেয়েছেন রদ্রিগো ও রাফিনিয়া।
এদিন ম্যাচটির বল দখলে এগিয়ে ছিল লিডস ইউনাইটেড। তবে, আক্রমণে দুদলই ছিল প্রায় সমান সমান। লিডস আক্রমণ করে ১৬ বার, যার ছয়টি ছিল অনটার্গেট শট। বিপরীতে ১৫ বার আক্রমণে করে অনটার্গেটে ম্যানইউ নয়টি শট রাখতে পেরেছে। তবে এত আক্রমণের ম্যাচেও জয় তুলে নিয়ে মাঠ ছাড়তে পেরেছে ম্যানইউ। আর, দুই গোল করেও পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়তে হয়েছে লিডস ইউনাইটডকে।
চলমান লিগে এ নিয়ে ২৬ ম্যাচে ১৩ জয় এবং সাত ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। আর ৬৩ পয়েন্ট নিয়ে সবার ওপরে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।