শক্তিশালী বায়ার্নকে বিদায় করে ভিয়ারিয়ালের রূপকথা
নিজেদের মাঠে জাল আগলে রেখেছিল ভিয়ারিয়াল। গোল খায়নি বরং এক গোল দিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর ছিল ক্লাবটি। সে আত্মবিশ্বাসই যেন হয়ে উঠল শক্তি। প্রথম লেগে জয়ের পর বায়ার্ন মিউনিখের মাঠেও উত্তাপ ছড়াল ভিয়ারিয়াল। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বায়ার্নকে জিততে দিল না ভিয়ারিয়াল। শক্তিশালী বায়ার্ন মিউনিখকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল স্প্যানিশ ক্লাবটি।
গতকাল মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ১-১ গোলে ড্র করেছে ভিয়ারিয়াল ও বায়ার্ন মিউনিখ। এর আগে নিজেদের মাঠে ১-০ ব্যবধানে জিতেছিল ভিয়ারিয়াল। মোট দুই লেগ মিলিয়ে ২-১ গোলের অগ্রগামিতায় সেমিতে উঠেছে স্প্যানিশ দলটি।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচ জুড়ে দাপট ছিল বায়ার্নের। ম্যাচের ৬৮ ভাগ সময় বল দখলে রেখে ২৩ বার আক্রমণ করে তারা। যার চারটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। কিন্তু, সে অনুযায়ী ফল পেল না বায়ার্ন।
ম্যাচের ৫২ মিনিটেই লেভানদোভস্কির গোলে এগিয়ে যায় বায়ার্ন মিউনিখ। টমাস মুলারের পাস ডি-বক্সে পেয়ে বল ঠিকানায় পাঠান পোলিশ ফরোয়ার্ড। কিন্তু, শেষ দিকে গোল করে ম্যাচের ভাগ্য নিজেদের পক্ষে নিয়ে যায় ভিয়ারিয়াল। ফলে শেষ আট থেকেই বিদায় নিতে হয় জার্মানের ক্লাব বায়ার্ন মিউনিখকে।
এর আগে শেষ ষোলতে জুভেন্টাসকে বিদায় করেছে ভিয়ারিয়াল। এবার জার্মান লিগের শক্তিশালী দল বায়ার্নকে বিদায় করে অন্যরকম রূপকথা লেখার পথে আরেক ধাপ এগিয়ে গেল ভিয়ারিয়াল। শেষ চারে লিভারপুল অথবা বেনফিকার মুখোমুখি হবে উনাই এমেরির দল।