শচীনের নামে গর্জে উঠল ওয়াংখেড়ে
এ যেন উৎসবের আমেজ। আর একদিন পরেই বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার শচীন টেন্ডুলকারের জন্মদিন। দিনটা শচীনপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। কারণ ক্রিকেটের পর এবার জীবনের হাফ সেঞ্চুরি পূরণ করার দ্বারপ্রান্তে শচীন। আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) মাস্টার ব্লাস্টারের জন্মদিন।
আর এই জন্মদিনের উদযাপন আগেই সেরে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গতকাল রোববার (২৩ এপ্রিল) ঘরের মাঠ ওয়াংখেড়েতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে বেশ ঢালাওভাবে উদযাপন করেছে আইপিএলের সবচেয়ে সফল দলটি। মুম্বাইয়ের মেন্টরের ভূমিকায় থাকা শচীন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের মাঝপথে কেটে অগ্রিম জন্মদিন পালন করেন।
১০ বছর আগে এই ওয়াংখেড়ে থেকেই ক্যারিয়ারের ইতি টেনেছিলেন শচীন। ১০ নম্বর জার্সি পরে খেলতেন ভারততের এই ব্যাটিং গ্রেট। তাই শচীনের জন্মদিন উপলক্ষ্যে সমর্থকদের এই ম্যাচের প্রথম ১০ ওভার শেষে স্টেডিয়ামজুড়ে শচীন….শচীন রব তোলার জন্য আহ্বান জানানো হয়।
মুম্বাইয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, স্টেডিয়ামের প্রতিটি আসনে রাখা থাকবে শচীনের মুখোশ। মাঠের ৩৩ হাজার ক্রিকেটপ্রেমীকে অনুরোধ করা হয় শচীনের জন্য বিশেষ মুখোশটি পরার জন্য। তা হলে, সে সময় শচীন যে দিকেই তাকাবেন শুধু নিজেকে দেখতে পাবেন।
কেক কাটার পর ধারাভাষ্যকার রবি শাস্ত্রীকে দেওয়া সাক্ষাৎকারে শচীন বলেন, ‘এমন আয়োজনে আমি সবার প্রতি কৃতজ্ঞ। এটা আমার জীবনের সবচেয়ে মন্থরতম ফিফটি।’ শচীন আরও বলেন, ‘১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখেছিলাম। ১৯৮৯ সাল থেকে এখন ২০২৩। এই ৩৪ বছর ক্রিকেটের সঙ্গে যুক্ত রয়েছি। এটাই আমার জীবনের সবচেয়ে ভালো সময়।’