শেষ পর্যন্ত দেশে ফিরছেন জামাল
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব আগামী ৩০ এপ্রিল মাঠে গড়াতে পারে। তাই ডেনমার্কে পরিবারের সঙ্গে থাকা জামাল ভূঁইয়া দেশে ফিরতে চেয়েছিলেন এই লিগে অংশ নিতে। কিন্তু পাসপোর্ট জটিলতায় আটকে গিয়েছিল বাংলাদেশ অধিনায়কের দেশে ফেরা।
শেষ পর্যন্ত সেই জটিলতার অবসান হয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে জানিয়েছে, আজ সোমবার দেশে ফিরছেন জামাল।
এর আগে গত শনিবার ঢাকার উদ্দেশে রওনা দিতে চেয়েছিলেন জামাল। বিমানবন্দরেও গিয়েছিলেন। কিন্তু তাঁকে ফিরে যেতে হয়েছিল বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সঙ্গে না থাকায়।
জামাল ডেনমার্কের পাসপোর্ট ব্যবহার করে বংলাদেশে আসতে চেয়েছিলেন। কিন্তু বর্তমান অবস্থায় বিদেশি পাসপোর্টধারীদের বাংলাদেশে আসতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র প্রয়োজন।
গত মার্চে নেপালে ফুটবল টুর্নামেন্ট খেলার পর দেশে এসে ক্লাবের ছুটি নিয়ে ডেনমার্কে গিয়েছিলেন জামাল। এখন লিগ শুরু হচ্ছে বলে ফিরছেন তিনি। তা ছাড়া আগামী জুনে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলতে কাতারে যাওয়ার কথা বাংলাদেশ দলের।
আগামী ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ।