বিশ্বকাপ ট্রফি দেখে যা বললেন জামাল
বাংলাদেশে একদিনের জন্য এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি। ফুটবল নিয়ে ভক্তদের যে উন্মাদনা, ফুটবলাররাও তার বাইরে নন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকেও ছুঁয়ে গেছে উন্মাদনা। আজ বুধবার (১৪ জানুয়ারি) বিশ্বকাপ ট্রফি এসেছে ঢাকায়। সেখানে উপস্থিত হন জামাল।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ট্রফিটা দেখার পর জাস্ট এক্সট্রা মোটিভেশন আসছে। ট্রফি টিভিতে দেখা এক কথা, সামনাসামনি দেখা আরেক কথা। এটা আমি ডিসক্রাইব (ভাষায় প্রকাশ) করতে পারি না।’
বেশ জল্পনা-কল্পনা চলছিল সোনালি গোলকটি নিয়ে। সেসবের অবসান ঘটিয়ে আজ বাংলাদেশে এসেছে ফিফা বিশ্বকাপের ট্রফি। সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ট্রফিটি। সেখানে তা বরণ করে নেওয়া হয়। পরবর্তী গন্তব্য হোটেল রেডিসন ব্লু।
কথা হচ্ছে, যে ভক্তদের জন্য ফুটবলের এই জোয়ার, তারা কি সরাসরি দেখার সুযোগ পাবে? পাবেন, তবে নির্দিষ্ট কিছু ভক্ত। বিশ্বকাপের ট্রফি ট্যুরটি পরিচালনা করে আসছে কোকা-কোলা। বাংলাদেশ সফরের আগে গত ১৫ নভেম্বর থেকে ৮ জানুয়ারি ইন্টারঅ্যাকটিভ ‘আন্ডার দ্য ক্যাপ’ প্রোমো ক্যাম্পেইন আয়োজন করেছিল কোকা-কোলা। সেই ক্যাম্পেইন বিজয়ীরাই শুধু এ ট্রফি দেখতে পারবেন এবং এর সঙ্গে ছবি তুলতে পারবেন।
এমনকি, জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রাও সুযোগ পাবেন না সেভাবে। কোকা-কোলার ক্যাম্পেইনের অংশ হিসেবে অধিনায়ক জামাল ভূঁইয়া ও ফরোয়ার্ড মোরসালিন আহমেদ সুযোগ পাচ্ছেন ট্রফিটি কাছ থেকে দেখার।

ক্রীড়া প্রতিবেদক