শ্রীলঙ্কায় তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ বিসিবি সভাপতি
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ ও নিউজিল্যান্ডের মাটিতে সীমিত ওভারের সিরিজ হারের পর চরম সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ দল। তবে শ্রীলঙ্কায় দলের পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তরুণরা ভালো ক্রিকেট খেলছে বলেও মনে করেন তিনি।
আজ শনিবার সংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘যদি আপনি চলমান শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টটি দেখেন, তবে তুলনামূলকভাবে একজন তরুণ খেলোয়াড় নাজমুল হোসেন শান্ত ভালো করেছে। আমাদের তরুণ প্রজন্ম যেভাবে খেলছে আমি মনে করি আমাদের ভবিষ্যত খুবই ভালো।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন খুবই কঠিন ছিল। আমাদের হারের অনেকগুলো কারণ ছিল। আমরা কৌশলগত অনেক সিদ্ধান্ত নিতে পারিনি, খেলোয়াড়দের বোঝাপড়ায় ঘাটতি ছিল।’
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে নাজমুল হাসান বলেন, ‘এখন যে পরিস্থিতি, এরকম পরিস্থিতিতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এরকম পরিস্থিতিতে আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি, খেলা মাঠে নামানো কোনোভাবেই উচিত হবে না। যতক্ষণ পর্যন্ত বায়ো-বাবল নিশ্চিত করতে না পারব, ততক্ষণ পর্যন্ত খেলাধুলা শুরু করার প্রশ্নই ওঠে না, সেটা শুরু করার সম্ভাবনা নেই। সেটা এটা দল হোক বা ১০টা দল।’
অবশ্য লিগ আয়োজনের চেষ্টা করে যাচ্ছে বিসিবি। এমনটাই জানালেন নাজমুল হাসান, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে নিশ্চিত করতে পারে যে না জৈব-সুরক্ষা বলয়ে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’