সাইফ স্পোর্টিংকে চ্যাম্পিয়ান দেখতে চান জামাল
সাইফ স্পোর্টিং ক্লাবের নিয়মিত মুখ বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। ক্লাবটির নেতৃত্বও সামলান জামাল। কিন্তু এবারের মৌসুমের শুরুতে জামালকে পাচ্ছে না সাইফ স্পোর্টিং। ধারে কলকাতা মোহামেডানের হয়ে ভারতের আই লিগে খেতে গিয়েছেন তিনি। কলকাতা থেকেই শিরোপা নির্ধারণী ম্যাচে সাইফকে স্পোর্টিংকে চ্যাম্পিয়ান দেখতে চান বাংলাদেশ অধিনায়ক।
এরই মধ্যে চলামান ফেডারেশন কাপের ফাইনাল নিশ্চিত করেছে সাইফ স্পোর্টিং ক্লাব। আগামীকাল রোববার শিরোপা নির্ধারণী ম্যাচেবসুন্ধরা কিংসের বিপক্ষে খেলবে সাইফ। মূল লড়াইয়ের আগে নিজের প্রিয় ক্লাবের জন্য শুভকামনা জানালেন জামাল।
গতকাল শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নিজের দলটির জন্য শুভকামনা জানিয়ে জামাল বলেন, ‘আশা করছি সাইফ স্পোর্টিং ফাইনাল জিতবে। আমি খুব খুশি হয়েছি যে দলটি ফাইনালে উঠেছে। যারা খেলছে তাদের দুর্দান্ত পারফরম্যান্সই দলকে এই স্থানে নিয়ে গেছে। এই ফুটবলাররা তিন-চার বছর ধরে একসঙ্গে আছে। এখন তারা একটি পরিবার হয়ে গেছে।’
পাশাপাশি বিদেশি ফুটবলারদের প্রশংসা করেন বাংলাদেশ দলের অধিনায়ক, ‘সম্ভবত সাইফ স্পোর্টিংয়ের এবারের বিদেশিরাই সবচেয়ে ভালো। তারা গোল করার মতো একজন স্ট্রাইকার পেয়েছে। সেইসঙ্গে অন্য বিদেশিরা দলের পারফরম্যান্সে দারুণ ইতিবাচক প্রভাব ফেলছে। এর সঙ্গে যোগ হয়েছে কোচের ক্যারিশমাও।’
এ ছাড়া কলকাতা মোহামেডানের হয়ে খেলতে যাওয়ার নতুন অভিজ্ঞতা নিয়ে জামাল বলেন, ‘মোহামেডানে খেলা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। স্পেশালও বটে। প্রত্যেকেই রেজাল্ট চান। আমিও চাই। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। আশা করি, ভালো কিছুই হবে। জানি, এটা একটা চাপ। তবে আমি কোনো চাপ অনুভব করছি না। আপনি যেখানেই ফুটবল খেলতে যান চাপ থাকবেই। আর চাপ সামলাতে না পারলে তো ফুটবল খেলা যাবে না। তাই মাঠে নামা বা না নামা নয়, আমি নিজের খেলার ওপর নজর দেব।’