করোনা জয় করে কলকাতা যাচ্ছেন জামাল
নভেল করোনাভাইরাস জয় করে ভারতের আইলিগে খেলতে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারতীয় লিগে কলকাতা মোহামেডানের হয়ে খেলবেন বাংলাদেশ অধিনায়ক। আজ বৃহস্পতিবার দুপুরে আইলিগ খেলতে দেশ ছাড়েন জামাল।
গত অক্টোবরে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব কলকাতা মোহামেডানের সঙ্গে চুক্তিবদ্ধ হন জামাল। কিন্তু চলতি মাসে করোনায় আক্রান্ত হওয়ায় ভারতের লিগে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। কাতারে ২০২২ সালের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ বোধ করেন জামাল। সেখানে করোনা পরীক্ষা করানো হলে পজিটিভ আসে তাঁর। এরপর কাতারেই কোয়ারেন্টিনে থাকতে হয় তাঁকে। তবে সুস্থ হতে বেশি সময় লাগেনি। করোনা থেকে সেরে উঠে কাতার থেকে ২২ ডিসেম্বর ঢাকায় ফিরেছেন তিনি। এবার যাচ্ছেন কলকাতা মোহামেডানে খেলতে।
দেশ ছাড়ার আগে এক ভিডিও বার্তায় জামাল বলেন, ‘আজ ভারত যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে মোহামেডানে যোগ দেব।’
বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাইফ স্পোর্টিং ক্লাবে খেলেন জামাল। কলকাতা মোহামেডানে ধারে খেলতে গেছেন তিনি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে যোগ দেওয়ার শর্তে জামালকে যেতে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।