সৌরভের বিদায় নেওয়া সম্পর্কে যা বললেন রবি শাস্ত্রী
বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি হিসাবে যাত্রা শেষ হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর। তিনি ২০১৯ সালে প্রথম দায়িত্ব নিয়েছিলেন। ভারতের বিশ্বকাপ জয়ী দলের সাবেক সদস্য রজার বিনি সৌরভের স্থলাভিষিক্ত হতে চলছেন। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি।
রজার বিনি নতুন দায়িত্ব পাচ্ছেন বলে বেশ খুশি ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী মুম্বাই প্রেস ক্লাবে এক আলাপচারিতার বলেন, ‘রজারের নাম উঠে আসায় আমি আনন্দিত। বিশ্বকাপে তিনি আমার সতীর্থ ছিলেন। তিনি কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। আমি অত্যন্ত খুশি কারণ একজন বিশ্বকাপজয়ী যিনি বিসিসিআইয়ের ইতিহাসে প্রথম সভাপতি হচ্ছেন।’
বিনি বিসিসিআইয়ের সভাপতি হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সৌরভ বোর্ডপ্রধানের দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী ছিলেন। কিন্তু অন্য সদস্যদের কাছ থেকে তিনি সমর্থন পাননি। এই বিষয়ে শাস্ত্রী বলেন, ‘জীবনে কিছুই স্থায়ী নয়। নতুন লোক আসবে, নতুন দায়িত্ব নেবে। এটাই সুন্দর।’
বিনির প্রশংসা করে রবি শাস্ত্রী বলেন, ‘তার সততা, চরিত্রের দিকে তাকান...। তিনি একজন বিশ্বকাপজয়ী। তিনি বিসিসিআইয়ের সভাপতি হওয়ার জন্য সবচেয়ে যোগ্য। নিজে একজন ক্রিকেটার হওয়ার কারণে, তিনি নিশ্চিত করবেন ক্রিকেটারদের স্বার্থ। অবশ্য সে খুবই বন্ধুত্বপূর্ণ লোক।’