রুয়াকাকা বিচে ‘জিন্দালাশ’ তাইজুল!
আগেরিদনই অস্ট্রেলিয়া থিকে নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার অনুশীলন নেই, তাই অখণ্ড অবসর। মাশরাফি-সাকিবরা চলে গেলেন ওয়াঙ্গেরির রুয়াকাকা বিচে। আর এই বিচে আনন্দে মেতে ওঠেন টাইগাররা। সবাই যখন সেলফি তোলায় ব্যস্ত আর আনন্দে মশগুল, তখন এক কোণে একা দাঁড়িয়ে থাকেন স্পিনার তাইজুল ইসলাম। আর তখনই সতীর্থ এক ক্রিকেটার তাঁকে হাসির ছলে বলেন, ‘তাইজুল পুরো জিন্দালাশ।’
পেসার তাসকিন আহমেদের করা সেই ভিডিওতে দেখা যায়, তাইজুলকে জিন্দালাশ বলতেই সব ক্রিকেটার আনন্দে মেতে ওঠেন। আর এর কারণ হচ্ছে তাইজুলের মন ভালো করার চেষ্টা। তা ছাড়া কালো টি-শার্ট আর নীল থ্রি-কোয়ার্টার পরা এই বাঁ-হাতি স্পিনার সৈকতের বাতাসে যবুথবু হয়ে যাচ্ছিলেন। হয়তো এ কারণেও কেউ একজন ‘জিন্দালাশ’বলেন তাঁকে।
পরে ভিডিওতে তাসকিন বলেন, ‘হ্যালো গাইস, আমরা এখন নিউজিল্যান্ডের রুয়াকাকা বিচে আছি। এখানে সবাই অনেক মজা করছে। আমরা এখানে অবসর সময়টা কাটাতে এসেছি।’
এরপর একে একে সবার অভিজ্ঞতা জানতে চান এই তরুণ পেসার। ফোনে ব্যস্ত থাকা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বভাবসুলভ ভঙ্গিতে বলেন, ‘হ্যালো ভাইয়া কেমন আছ।’
আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু হবে ওয়ানডে দিয়ে। আসরের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ২৯ ও ৩১ ডিসেম্বর। তিনটি টি-টোয়েন্টি খেলবে ৩, ৬ ও ৮ জানুয়ারি। আর দুটি টেস্ট হবে ১২ থেকে ১৬ এবং ২০ থেকে ২৪ জানুয়ারি।
অস্ট্রেলিয়ার সিডনিতে নয়দিনের অনুশীলন ক্যাম্প শেষেই ২৩ সদস্যের দল এখন নিউজিল্যান্ডে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিডনিতে দুটি প্রস্তুতি ম্যাচও খেলে বাংলাদেশ দল, একটিতে হেরেছে, অন্যটিতে জিতেছে তারা।

ক্রীড়া প্রতিবেদেক