কয়েন উদযাপনের রহস্য খুলে বললেন মুশফিক

২০১৪ সালের সেপ্টেম্বরে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদেরই মাটিতে ১১৬ রানের ইনিংসটি মুশফিকুর রহিমের ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরি ছিল। এরপর দীর্ঘ বিরতি, তিন অঙ্কের কোটায় পৌঁছাতে পারছিলেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। সে আক্ষেপ হয়তো ছিল মনে। চলমান নিউজিল্যান্ড সফরে সে আক্ষেপ ঘুচল তাঁর। করে ফেললেন ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি।
চোট থেকে ফিরে প্রথম ম্যাচ খেলেতে নেমেই দারুণ এই সেঞ্চুরি করেলেন মুশফিক। এর পর তাঁর উদযাপনটা ছিল অভিনব। হাত উঁচিয়ে কিছু একটা দেখিয়েছিলন। পরে জানা গেল সেটি ছিল একটি কয়েন।
কেন মুশফিকের এই কয়েন উদযাপন? শুক্রবার ওয়েলিংটন টেস্টের দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক এ ব্যাপারে বলেন, ‘বিষয়টা আমার আর তামিমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। তবে এটুকুই বলব এর পুরো কৃতিত্ব তামিমের। আল্লাহ চেয়েছেন বলেই তা হয়েছে।’
আসলে ব্যাপারটা কী, অনুরোধের পর তা খুলে বলেন বাংলাদেশ অধিনায়ক, ‘কয়েকদিন আগে আমার পকেট থেকে একটি কয়েন পড়ে গিয়েছিল। মাটি থেকে কুড়িয়ে সেই কয়েনটি নিয়ে তামিম আমার পকেটে রেখে দিতে বলেন। খেলার সময় কয়েনটি পকেটে রেখে দিলেই নাকি রানখরা কাটবে। তাই শেষ পর্যন্ত রান পেয়েছি বলেই এভাবে উদযাপন করা।’
সেঞ্চুরির পর এমন উদযাপনের মাধ্যমে তামিমকে হয়তো ধন্যবাদ জানিয়েছেন মুশফিক। তা হয়তো কুসংস্কার হতে পারে, তবে মুশফিকের রানখরা কেটেছে এটা স্বস্তির সংবাদই বটে।
মুশফিক এদিন ১৫৯ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন। যাতে বল খেলেছেন ২৬০টি। ২৩টি চার ও একটি ছক্কার মার ছিল তাঁর এই ইনিংসে।