সেঞ্চুরির পর কী দেখালেন মুশফিক?
অনেক দিন ধরেই রানখরা যাচ্ছিল মুশফিকুর রহিমের। বছরখানেক পর আফগানিস্তান সিরিজ দিয়ে রানে ফেরেন বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক। এর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেও রানের দেখা পান মুশি। নিউজিল্যান্ড এসেও ছন্দে ছিলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। তবে ইনজুরিতে পড়ায় দুটি ওয়ানডে ও পুরো টি-টোয়েন্টি সিরিজটা মিস করেছেন তিনি।
সুস্থ হয়ে টেস্টে ফিরেই স্বরূপে মুশি। প্রথম টেস্টেই শতক তুলে নিলেন বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। আজ সকালেই মুমিনুল আউট হওয়ার পর সাকিবের সঙ্গে জুটি বাঁধেন মুশফিক।
৯৬তম ওভারে গ্র্যান্ডহোমের বলে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন এই ব্যাটসম্যান। ১৭৭ বলে ১৭টি চার ও একমাত্র ছয়ে সেঞ্চুরি করেন মুশি।
শতক পূর্ণ করাই পরই সতীর্থদের উদ্দেশে একটি কয়েন (মুদ্রা) দেখান টাইগার দলনেতা। তবে কী কারণে এমনটি করলেন, মুশফিক সেটি অবশ্য এখনো জানা যায়নি।