আবারও হার বাংলাদেশের মেয়েদের

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সাড়া জাগাচ্ছেন বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। তবে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও হারের মুখ দেখলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। সান্ত্বনা এতটুকুই, এবার হারের ব্যবধানটা কমে এসেছে অনেকখানি।
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে রুমানা-জাহানারারা হেরেছিলেন ৮৬ রানের বড় ব্যবধানে। আর আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের হারের ব্যবধান ১৭ রান। ওপেনার শারমিন আক্তার ও অধিনায়ক রুমানা আহমেদের দারুণ অর্ধশতকে একসময় জয়ের আশাই জেগেছিল বাংলাদেশ শিবিরে। কিন্তু শেষমুহূর্তের ব্যাটিং বিপর্যয়ে আবারও হারের হতাশাতেই ডুবতে হয়েছে নারী ক্রিকেটারদের। ২২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২০৬ রানেই থেমে গেছে বাংলাদেশের ইনিংস।
ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা হয়নি ভালোভাবে। ১২ ওভারের মধ্যে ৪৩ রান জমা করতেই সাজঘরে ফিরেছিলেন সানজিদা ইসলাম (৪) ও ফারজানা হক (৮)। তবে প্রাথমিক এই ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন অধিনায়ক রুমানা ও শারমিন। তৃতীয় উইকেটে তাঁরা গড়েছিলেন ১২৭ রানের জুটি। তাঁদের ব্যাটিং দেখে জয়ের আশাই জেগেছিল বাংলাদেশ সমর্থকদের মনে। কিন্তু ৪৩তম ওভারে ৬৮ রান করে ফিরে যান রুমানা। পরের ওভারে শারমিনও পড়েন রানআউটের ফাঁদে। তাঁর ব্যাট থেকেই এসেছে দলের পক্ষে সর্বোচ্চ ৭৪ রানের ইনিংস। শেষপর্যায়ে বাংলাদেশ পড়ে ব্যাটিং বিপর্যয়ের মুখে। শেষ ছয় ওভারে হারায় আরো চারটি উইকেট। নিগার সুলতানার ১৪ রানের ছোট্ট ইনিংসটি দলের হারের ব্যবধানটাই শুধু কমাতে পেরেছে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দুই ওপেনারের অর্ধশতকে ভর করে স্কোরবোর্ডে ২২৩ রান জমা করেছিলেন দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটাররা। লিজলি লি খেলেছেন ৫৭ বলে ৭০ রানের ঝড়ো ইনিংস। আন্দ্রে স্টেইনের ব্যাট থেকে এসেছে ৬৬ রান। বাংলাদেশের পক্ষে দারুণ বোলিং করেছেন খাদিজাতুল কোবরা। ১০ ওভার বল করে ৫৬ রানের বিনিময়ে নিয়েছেন চারটি উইকেট।