হার দিয়ে শুরু বাংলাদেশের মেয়েদের

২০১৪ সালের গত বিশ্বকাপে ভারতের বিপক্ষে ৭৯ রানে হেরেছিল বাংলাদেশের মেয়েরা। এবারের আসরেও ফলাফল প্রায় একই রকম। ব্যবধান কমেছে মাত্র ৭ রান। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার ভারত পেয়েছে ৭২ রানের জয়। ১৬৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ৯১ রানে থেমেছে বাংলাদেশের ইনিংস।
ভারতীয় বোলারদের ভালো নৈপুণ্যের সামনে রান সংগ্রহ করতে বেশ কষ্ট করতে হয়েছে বাংলাদেশের মেয়েদের। ধীর শুরুর পর প্রথম সাত ওভারের মধ্যেই বাংলাদেশ হারিয়েছিল আয়েশা রহমান ও সানজিদা ইসলামের উইকেট। ২১ রান করে কিছুটা প্রতিরোধ গড়া চেষ্টা করেছিলেন শারমিন আকতার। কিন্তু দশম ওভারে তিনিও ফিরে যান রানআউট হয়ে। ১০ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল : ৩৫/৩।
বাংলাদেশের হার তখনই প্রায় নিশ্চিত হয়ে যায়। ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে কিছুটা সম্মানজনক অবস্থায় নিয়ে যেতে পেরেছেন নিগার সুলতানা। ১৪ রান এসেছে ফাহিমা খাতুনের ব্যাট থেকে।
এর আগে শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক জাহানারা আলম। কিন্তু তাঁর এই সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেননি বাংলাদেশের বোলাররা। ৭.৩ ওভার পর্যন্ত কোনো সাফল্য পায়নি বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৬২ রান জমা করে ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ভাল্লেস্বামী ভানিথা ও মিথালি রাজ। অষ্টম ওভারে ২৪ বলে ৩৮ রানের ইনিংস খেলে নাহিদা আকতারের বলে বোল্ড হয়ে ফিরেছেন ভানিথা। অধিনায়ক মিথালি রাজের ব্যাট থেকে এসেছে ৪২ রান। ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলে বাংলাদেশের বোলারদের ভালোই ভুগিয়েছেন হারমানপ্রিত কাউর। শেষপর্যায়ে বেদা কৃষ্ণমুর্তির ৩৬ রানের অপরাজিত ইনিংসের সুবাদে স্কোরবোর্ডে ১৬৩ রান জমা করেছে স্বাগতিক ভারত। বাংলাদেশের পক্ষে ভালো বোলিং করে দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন ও রুমানা আহমেদ। একটি উইকেট পেয়েছেন নাহিদা আকতার।