ক্রিকইনফোর বর্ষসেরাদের তালিকায় মুস্তাফিজ-মিরাজ

চলমান নিউজিল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য খুব একটা সুখকর হয়নি। সীমিত ওভারের ক্রিকেটে চরম ব্যর্থতা দেখিয়েছে তারা। আর প্রথম টেস্টের শুরুতে ভালো করলেও শেষ পর্যন্ত ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। ব্যর্থতা দিয়ে বছরটা শুরু করলেও গত দুটি বছর মাশরাফি-মুশফিকের পারফরম্যান্স ছিল বেশ নজরকাড়া। এর পুরস্কারও পাচ্ছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর বর্ষসেরার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান এবং গত বছর ঘরের মাঠে ইংল্যান্ড-বধের নায়ক মেহেদি হাসান মিরাজ। এ তালিকায় বাংলাদেশের আরো তিন ক্রিকেটার হলেন—তামিম ইকবাল, মাহমুদউল্লাহ ও সাব্বির রহমান।
তরুণ অফস্পিনার মিরাজ দুই বিভাগে মনোনয়ন পেয়েছেন। সেরা টেস্ট বোলিং পারফরম্যান্স তালিকায় রয়েছেন তিনি। গত বছর ঘরের মাঠে দুই টেস্টে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। তা ছাড়া মিরপুরে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭৭ রানের ৬ উইকেট নিয়ে বেশ নজর কেড়েছেন ক্রিনইনফোর বিচারকদের।
মিরাজের সঙ্গে এ বিভাগের আরো মনোনয়ন পেয়েছেন ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড, পাকিস্তানি স্পিনার ইয়াসির শাহ, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও দিলরুয়ান পেরেরার মতো ক্রিকেটাররা।
টেস্টে সেরা বোলিংয়ের পাশাপাশি বর্ষসেরা অভিষিক্ত ক্রিকেটারদের তালিকায়ও মনোনয়ন পান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে ১৯ উইকেট শিকার করে সবার দৃষ্টি কাড়েন তিনি।
টি-টোয়েন্টিতে বোলারদের সেরা পারফরম্যান্স তালিকায় মনোনয়ন পেয়েছেন মুস্তাফিজুর রহমান। গত বছর মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট কাটার-মাস্টারের সেরা সাফল্য। এ তালিকায় মনোনয়ন পেতে যেটি নজর কেড়েছে নির্বাচকদের। তাঁর সঙ্গে তালিকায় আরো আছেন পাকিস্তানের মোহাম্মদ আমির ও ভারতের রবিচদ্রন অশ্বিন।
টেস্ট ব্যাটসম্যানদের সেরা পারফরম্যান্স তালিকায় মনোনয়ন পেয়েছেন তামিম ইকবাল। গত বছর মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়া ম্যাচে ১০৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান, যে কারণে এই মনোনয়ন পান তিনি। এই বিভাগে ইংল্যান্ডের বেন স্টোকস, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম ও পাকিস্তানের মিসবাহ-উল-হকরা রয়েছেন।
টি-টোয়েন্টির সেরা ব্যাটিং পারফরম্যান্স তালিকায় বাংলাদেশের দুজন মনোনয়ন পেয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহর ২২ রানের চমৎকার ও সময়োপযোগী ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংসটির কারণেই এ তালিকায় স্থান পেয়েছেন তাঁরা। ভারতের বিরাট কোহলি, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েটও এ তালিকায় স্থান পান।