ফ্লেমিং-ম্যাককালামের পাশে টেলর
দারুণ ফর্মে আছেন রস টেলর। ক্রাইস্টচার্চ টেস্টে বাংলাদেশের বোলারদের সবচেয়ে বেশি ভুগিয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। খেলেছেন ৭৭ রানের লড়াকু ইনিংস। আর এই ইনিংসটি খেলার পথে টেস্ট ক্রিকেটে একটি মাইলফলকও স্পর্শ করেছেন টেলর। নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের সাবেক দুই অধিনায়ক স্টিফেন ফ্লেমিং ও ব্রেন্ডন ম্যাককালামের পাশে।
টেস্টে নিউজিল্যান্ডের হয়ে টেলরের আগে ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন শুধু ফ্লেমিং ও ম্যাককালাম। আজ তাঁদের পাশে বসে গেছেন টেলরও। ৮০তম টেস্টে টেলরের সংগ্রহ দাঁড়িয়েছে ৬০১৫ রান। খুব দ্রুতই হয়তো ম্যাককালামকে ছাড়িয়ে যেতে পারবেন ৩২ বছর বয়সী এই কিউই ক্রিকেটার। ১০১টি টেস্ট খেলে ম্যাককালাম সংগ্রহ করেছিলেন ৬৪৫৩ রান। আর নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে সাত হাজার রানের মাইলফলকে পৌঁছেছিলেন ফ্লেমিং। ১১১টি টেস্ট খেলে ফ্লেমিং সংগ্রহ করেছিলেন ৭১৭২ রান।
এক দিক দিয়ে অবশ্য ফ্লেমিং, ম্যাককালাম; দুজনকেই ছাড়িয়ে গেছেন টেলর। তাঁর ব্যাটিং গড় দুজনের চেয়েই অনেক বেশি। ফ্লেমিং টেস্টে সাত হাজার রান করেছেন ৪০.০৬ গড়ে। ম্যাককালামের ব্যাটিং গড় ৩৮.৬৪। আর টেলরের ব্যাটিং গড় প্রায় ৪৭।
নিউজিল্যান্ডের পক্ষে টেস্টে আরো একটি মাইলফলকের হাতছানি আছে টেলরের সামনে। আর মাত্র একটি শতক করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলতে পারবেন নিউজিল্যান্ডের কিংবদন্তি মার্টিন ক্রোকে। ৭৭টি টেস্ট খেলে ক্রো করেছিলেন ১৭টি শতক। আজই ক্রোর পাশে জায়গা করে নেওয়ার সুবর্ণ সুযোগ ছিল টেলরের সামনে। কিন্তু ৭৭ রানেই তাঁকে থামিয়ে দিয়েছেন তরুণ বাংলাদেশি অফস্পিনার মেহেদী হাসান মিরাজ।