হারে শুরু, হার দিয়েই শেষ

অবশেষে শেষ হলো বাংলাদেশের নিউজিল্যান্ড সফর। তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুই টেস্টের এ সফরের প্রতিটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সফরের শেষ টেস্টেও কিউইদের কাছে ৯ উইকেটে হেরেছেন সাকিব-তামিমরা।
ক্রাইস্টচার্চে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ১০৯ রানে লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয় তুলে নেয় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে নেইল ওয়াগনার, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদির পেস-সুইং ও বাউন্সে ধরাশায়ী হয়েছেন একের পর এক বাংলাদেশি ব্যাটসম্যান। অলআউট হওয়ার আগে মাত্র ১৭৩ রান করে তামিমের দল।
১০৯ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে জিত রাভাল ও টম ল্যাথামের উদ্বোধনী জুটিতেই ৫৬ রান পায় নিউজিল্যান্ড। কামরুল ইসলাম রাব্বির সুইং করে ভেতরে আসা একটি বল ছেড়ে দিতে গিয়ে স্টাম্প উপড়ে যায় রাভালের। ৪০ বলে চারটি চারে ৩৩ রান করেন রাভাল। এরপর কলিন ডি গ্রান্ডহোমকে নিয়ে বাকি পথটুকু নির্বিঘ্নে পার করেন টম ল্যাথাম। ১৪ বলে চারটি ছয়ে ৩৩ রান করেন গ্রান্ডহোম ও ৬০ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম।
এর আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরুটা করেন তামিম ইকবাল। দলীয় ১৭ রানে তাঁর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। সৌম্য-মাহমুদউল্লাহ জুটিতে সেই বিপর্যয় কাটিয়ে উঠছিল বাংলাদেশ। কিন্তু সৌম্য উইকেটে সেট হওয়ার পরই ফিরে যান সাজঘরে। দলীয় ৫৮ রানে আউট হন সৌম্য। ৬৪ বলে ৩৬ রান করেন এই ওপেনার। এর খানিকবাদে ফিরে যান সাকিবও। মাত্র ৮ রান করেন এই অলরাউন্ডার। এর পর ডেবুটেন্ট নাজমুল হোসেন শান্তকে নিয়ে জুটি বাঁধেন মাহমুদউল্লাহ রিয়াদ। তবে খুব একটা দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি রিয়াদ। দলীয় ৯২ রানে ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ৩৮ রান করেন তিনি।
উইকেটে এসে কোনো রান না করেই ফিরে যান সাব্বির রহমান। নেইল ওয়াগনারের বলে উইকেটরক্ষক বিজে ওয়াটলিংকে ক্যাচ দেন সাব্বির। চা বিরতির পর দ্বিতীয় বলেই ফিরে আসেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ওয়াগনারের বলে ওয়াটলিংকে ক্যাচ দেওয়ার আগে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটসম্যান। অন্যপ্রান্ত আটকে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে ট্রেন্ট বোল্টের দারুণ এক ডেলিভারি স্টাম্প উপড়ে নেয় তাঁর। বোল্টের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান মিরাজ। ২২ বলে চার রান করেন তিনি। এর পর কামরুল ইসলাম রাব্বি ও তাসকিন আহমেদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। স্কোরবোর্ডে ৫১ রান যোগ করেন এ দুজন। দলীয় ১৬৬ রানে তাসকিন আউট হলে ১৭৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৩০ বলে ৩৩ রান করেন তাসকিন। এ ছাড়া ২৯ বলে ২৫ রান করেন রাব্বি।
৭ উইকেটে ২৬০ রান নিয়ে দিনের শুরুটা করেছিল নিউজিল্যান্ড। আজ আরো ৯৪ রান যোগ করে গুটিয়ে যায় দলটি। ফলে ৬৫ রানের লিড পায় স্বাগতিকরা। ১৪৯ বলে ৯৮ রান করেন হেনরি নিকোলস। মাত্র ২ রানের জন্য শতক বঞ্চিত হন এই ব্যাটসম্যান।