পাকিস্তানের কাছে নারী দলের হার

বড় জয় দিয়েই আসরটা শুরু করেছিল বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ বাছাই পর্বের দ্বিতীয় ম্যাচে সেই পুরোনো রূপেই দেখা গেল তাদের। ব্যাটসম্যাদের ব্যর্থতায় ৬৭ রানের বড় ব্যবধানে পাকিস্তানের কাছে হেরেছে রুমানা-সালমারা।
আজ বুধবার শ্রীলঙ্কার কলম্বোর পি সারা ওভালে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২২৭ রান করে পাকিস্তান। জবাবে তিন বল বাকি থাকতেই বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬০ রানে।
অথচ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ও আগের ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে দারুণ খেলে জিতেছিল তারা।
ম্যাচে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন নিগার সুলতানা। দ্বিতীয় সর্বোচ্চ সানজিদা ইসলামের (৩৪)। অন্য ব্যাটসম্যানরা সাফল্য না পাওয়ায় শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় রুমানাদের।
আগামী শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ দল।