খালেদ মাহমুদের ‘পদত্যাগ নাটক’

রোববার রাতে ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরীকে একটি ইমেইল পাঠিয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। যে ইমেইলে জানানো হয়েছিল পারিবারিক কারণে তাঁর পক্ষে ম্যানেজারের দায়িত্ব পালন করা আর সম্ভব নয়। তবে কয়েক ঘণ্টা পরই ‘নাটক’। সোমবার দুপুরে খালেদ মাহমুদ জানিয়েছেন, এখনই সরে দাঁড়াচ্ছেন না তিনি। তাই ভারতের বিপক্ষে তিনিই ম্যানেজারের দায়িত্বে থাকছেন।
রোববার রাতে খালেদ মাহমুদের পদত্যাগের ঘোষণার পর সোমবার দুপুরে বিসিবির কর্মকর্তারা তাঁকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকের পর পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। এনটিভি অনলাইনকে খালেদ মাহমুদ জানিয়েছেন, ‘ভারত-বাংলাদেশ সিরিজে আমিই ম্যানেজারের দায়িত্বে থাকছি। আপাতত এর বেশি কিছু বলতে চাই না। ভবিষ্যতে থাকব কি না, তা এখন নিশ্চিত করে বলতে পারছি না।’ ওই ইমেইল প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘পারিবারিক ব্যস্ততার কারণে আমি ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলাম। বোর্ডের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পরিবর্তন করেছি। তবে বোর্ডের কাছে আমার পরামর্শ, ভবিষ্যতে যেন স্থায়ীভাবে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হয়।’
বিশ্বকাপ এবং পাকিস্তানের বিপক্ষে সিরিজেও বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন খালেদ মাহমুদ। ভারতের বিপক্ষেও তাঁকে এই দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি। হঠাৎ দায়িত্বটা ছেড়ে দিয়ে এবং সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন ‘নাটকে’র জন্ম দিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।