ভারতে নেমেই অদ্ভুত অভিজ্ঞতা স্মিথ-ওয়ার্নারদের!

ব্যাট-বলের লড়াইয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েই চলেছে ভারত। কিন্তু মাঠের বাইরে অবস্থা একেবারেই বিপরীত। ক্রিকেট বোর্ড আর সুপ্রিম কোর্টের দ্বন্দ্বে বেহাল দশা ভারতীয় ক্রিকেট অঙ্গনের। আর এজন্য প্রায়ই ঝামেলায় পড়তে হচ্ছে সফরকারী দলগুলোকে। গত বছরের শেষে অর্থকড়ি সংক্রান্ত ঝামেলায় পড়তে হয়েছিল ইংল্যান্ডকে। আর এবার ভারতে পা রেখেই অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
যেকোনো দেশে সফরের সময় অনেক সরঞ্জাম সঙ্গে নিতে হয় ক্রিকেটারদের। প্রায় প্রত্যেকের কাছেই থাকে কয়েকটি করে ব্যাগ। সাধারণত বিমানবন্দরে নামার পর সেই ব্যাগগুলো বহন করার দায়িত্ব অন্য কেউই পালন করে থাকে। ব্যাগগুলো গাড়িতে তুলে হোটেল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আলাদা লোকেরই ব্যবস্থা করে স্বাগতিক দেশগুলো। কিন্তু ভারতে নেমে ব্যাগ টানার মতো কাউকেই নাকি পাননি স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। বাধ্য হয়ে সেগুলো নিজেদেরই বহন করতে হয়েছে।
আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে মুম্বাইয়ে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। সেই ম্যাচের জন্যই সোমবার রাতে তাঁরা পা রেখেছিলেন মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরে। তখনই ঘটে এই ঘটনা। স্থানীয় সংবাদপত্র মিড ডে থেকে জানা গেছে স্মিথ-ওয়ার্নারদের এই অদ্ভুত অভিজ্ঞতা অর্জনের কথা। স্মিথ-ওয়ার্নার; দুজনকেই দেখা গেছে ভারী ভারী ব্যাগগুলো টেনে গাড়িতে তুলতে।
সুপ্রিম কোর্টের সুপারিশ অনুযায়ী সংস্কার কার্যক্রম চালাতে ব্যর্থ হওয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ এখন কার্যত চলে গেছে দেশটির সর্বোচ্চ আদালতের কাছে। অর্থ বরাদ্দের ব্যাপারেও অনেক বিধিনিষেধ আরোপ করেছেন সুপ্রিম কোর্ট। ফলে অনেক ক্ষেত্রেই এমন বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে ভারতীয় ক্রিকেট অঙ্গনকে। গত বছর ভারত সফরে গিয়ে পর্যাপ্ত অর্থ পাননি ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভারতের অনূর্ধ্ব-১৯ দলকেও রাতের খাবারের জন্য হাত দিতে হচ্ছে নিজেদেরই পকেটে।