বিমানবন্দরে হেনস্থা রোনালদোর মা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/09/photo-1433861412.jpg)
সময়টা ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। গত দুই বারের ফিফা বর্ষসেরা ফুটবলার এ মৌসুমে একটিও শিরোপার মধুর স্বাদ পাননি। এবার মাঠের বাইরের বিব্রতকর ঘটনায় পড়তে হলো পর্তুগিজ তারকার মাকে। বিশাল অঙ্কের অর্থ নিয়ে স্পেন থেকে পর্তুগালে ফেরার সময় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে হেনস্থা হতে হয়েছে তাঁকে।
নিয়ম অনুযায়ী স্পেন থেকে বাইরে যেতে চাইলে কেউ ১০ হাজার ইউরোর বেশি বহন করতে পারেন না। কিন্তু রোনালদোর মা দোলোরিস আভাইরোর সঙ্গে ছিল ৫৫ হাজার ইউরো। মাদ্রিদ বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ তারকার মায়ের সঙ্গে থাকা বাড়তি ৪৫ হাজার ইউরো জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছিল গত এপ্রিলের শেষের দিকে।
রোনালদোর মা-ও স্বীকার করে নিয়েছেন, তিনি নিয়মের লঙ্ঘন করেছেন। তবে সেই সঙ্গে জানিয়েছেন কোনো গুরুতর অপরাধও তিনি করেননি।
ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, রোনালদো এই মুহূর্তে সবচেয়ে ধনী ফুটবলার। গত বছর রোনালদোর বার্ষিক আয় ছিল প্রায় পাঁচ কোটি ২০ লাখ ডলার।