সাকিব-মুশফিকরা স্মরণ করলেন শহীদদের
মাতৃভাষা আন্দোলনের ৬৫ বছর পূর্ণ হলো আজ। একুশে ফেব্রুয়ারি শোকাবহ হলেও এর গৌরবোজ্জ্বল অধ্যায় পৃথিবীর বুকে অনন্য। একমাত্র বাঙালি জাতিই ভাষার জন্য জীবন দিয়েছে।
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন হচ্ছে। ভাষার জন্য যাঁরা জীবন দিয়েছেন, সেসব শহীদকে শ্রদ্ধা জানাতে ভোলেননি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররাও।
বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম রাজধানীর এক শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন। আর সাকিব, মুস্তাফিজ, মাহমুদউল্লাহরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘ভাষাশহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’
শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন কাটার-মাস্টার মুস্তাফিজুর রহমানও। তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষাশহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’
তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর কথায়, ‘৫২ আর ২১, এগুলো বাঙালির জন্য শুধু সংখ্যা নয়, এগুলো আমাদের প্রাণের আবেগ। হয়তো এই সংখাগুলো না থাকলে বাংলা ভাষা থাকত না। সেদিন রক্ত ঝরেছিল, সারা বিশ্ব দেখেছিল মায়ের মুখের ভাষার জন্য জীবন দিতে। সেইসব রক্তঝরানো সূর্যসন্তানদের প্রতি মস্তক অবনত করে সালাম জানাচ্ছি। রফিক, শফিক, সালাম, বরকত, জব্বার নামগুলো আমাদের রক্তে, গায়ে, গন্ধে মিশে আছে। একুশের মাঝে ওদের রক্তের লাল রং দেখতে পাই।’
অলরাউন্ডার মাহমুদউল্লাহ লিখেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষাশহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি!’
হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের ভাষায়, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষাশহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।’
পেসার রুবেল হোসেনের ভাষায়, ‘একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকল ভাষাশহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।’
ওপেনার সৌম্য সরকার লিখেছেন, ‘ভাষাশহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।’
জাতীয় দলের বাইরে থাকা আরেক ওপেনার এনামুল হক বিজয়ের ভাষায়, ‘অধিকার আদায়ের জন্য যাঁরা শহীদ হয়েছেন, সে সকল ভাষাশহীদ ও সৈনিকদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা। আমরা তোমাদের ভুলব না।’

ক্রীড়া প্রতিবেদক