নজরের বাইরে নন তুষার-অলকরা
দীর্ঘদিন জাতীয় দলের বাইরে তুষার ইমরান। ২০০৭ সালে সর্বশেষ ওয়ানেডে খেলেছেন তিনি। এরপর আর ফেরা হয়নি তাঁর। একই অবস্থা অলক কাপালিরও। ২০১১ সালের পর জাতীয় দলে আর ঢোকার সুযোগই পাননি।
এই দুই ক্রিকেটারের মতো অনেকেই আছেন, যাঁরা ঘরোয়া আসরগুলোতে ভালো করছেন, কিন্তু জাতীয় দলে অবহেলিত। কেন? তাহলে কি বন্ধ হয়ে গেছে তাঁদের জাতীয় দলে ফেরার দরজা।
তুষারের কথাই ধারা যাক, প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে বেশি রান ও সেঞ্চুরির রেকর্ড তাঁর। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ছুঁয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে নয় হাজার রান। প্রথম শ্রেণির ক্রিকেটে অলক কাপালির রান আট হাজার ১৮০।
তাহলে কেন তাঁরা জাতীয় দলে ফিরতে পারছেন না। এ ব্যাপারে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘তুষার ও অলকরা যে আমাদের নজরে নেই তা ঠিক নয়। অবশ্য অনেক দিন ‘এ’ দলের কোনো সফর হচ্ছে না। গত এক বছর হাইপারফরম্যান্স ইউনিটের কোনো প্রোগ্রাম হয়নি। ঘরোয়া আসরগুলোতে বেশ কয়েকজন খেলোয়াড় ভালো পারফর্ম করছে। তুষার ও অলকরা ঘরোয়া ক্রিকেটে ভালো করছে। এদের জন্য একটা প্ল্যাটফর্ম আমাদের দিতে হবে।’
বয়সের জন্য তারা নজরের বাইরে চলে যায়নি বলে মনে করেন প্রধান নির্বাচক, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অবশ্যই ‘এ’ দল কিংবা এইচপি দলের হয়ে কোনো সফর করতে হবে। তখন বোঝা যাবে তাদের অবস্থাটা। তবে বয়সের জন্য তারা আমাদের নজরের বাইরে চলে যায়নি।’

ক্রীড়া প্রতিবেদক