ব্যাটে-বলে পেশোয়ারের নায়ক সাকিব
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দারুণ খেলে চলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। গত বৃহস্পতিবার রাতে করাচি কিংসকে হারায় কোয়েটা গ্লাডিয়েটর্স। সেই ম্যাচে ম্যাচ সেরা ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। গতকাল শুক্রবার রাতে ব্র্যান্ডন ম্যাককালাম-ইলিয়ট-নারাইনদের লাহোর কালান্দার্সকে ১৭ রানে হারিয়েছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পেশোয়ার জালমি। তামিম এই ম্যাচে ব্যাট হাতে অনুজ্জ্বল থাকলেও আলো ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বলে ৩০ রান করার পর ঘূর্ণি বলে উমর আকমল ও গ্রান্ট এলিয়টকে ফিরিয়ে দেন সাকিব। ম্যাচ সেরা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট ১৬৬ রান করে পেশোয়ার জালমি। জবাবে লাহোর কালান্দার্স সংগ্রহ করে ১৪৯ রান।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন প্রোটিয়া ব্যাটসম্যান ক্যামেরন দেলপোর্ট। মাত্র ১৫ বলে ৭টি চারে ৩২ রান করেন তিনি। তবে হাসান আলীর বলে ক্যাচ দিয়ে আউট এই ব্যাটসম্যান। দলীয় ৩৮ রানে আউটের ফাঁড়ায় পড়েন অধিনায়ক ম্যাককালাম। মাত্র ৬ রান করেন কিউই এই ব্যাটসম্যান। এরপর মোহাম্মদ হাফিজ ও সাকিব আল হাসান মিলে লাহোরের ব্যাটিং মেরুদণ্ডটা ভেঙে দেন। উমর আকমল ও গ্র্যান্ট এলিয়টকে লেগ বিফোর আউট করেন সাকিব। মোহাম্মদ রিজওয়ান ও ফাখর জামানকে ফেরান হাফিজ।
একটা সময় ৬ উইকেটে ৪৩ রান ছিল লাহোরের স্কোর। সেখান থেকে সোহেল তানভীর ৩৬, আমিন ইয়ামিন ২৫ ও সুনীল নারাইন ২১ রান করে টেনে তোলেন লাহোর কালান্দার্সকে। মিডল অর্ডার ব্যর্থ হওয়ায় বোলারদের এই অবদান বৃথা যায়। ১৪ রানে দুই উইকেট নিয়েছেন সাকিব। এ ছাড়া ২৫ রান দিয়ে দুই উইকেট নিয়েছেন হাফিজ।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পেশোয়ারের। এক চারে মাত্র ৫ রান করে বিদায় নেন তামিম ইকবাল। তবে মোহাম্মদ হাফিজকে নিয়ে দলের রানের চাকাটা সচল রাখেন অপর ওপেনার কামরান আকমল। এই জুটি থেকে আসে ৫৩ রান। ১৩ রান করে হাফিজ আউট হলেও মারলন স্যামুয়েলসকে নিয়ে এগোতে থাকেন আকমল। দলীয় ৯৪ রানে বিদায় নেন আকমল। ৪০ বলে ৫৮ রান করেন পাকিস্তান জাতীয় দলের সাবেক এই উইকেটরক্ষক। এরপর উইকেটে এসে পাল্টা আক্রমণ চালান সাকিব। ২৪ বলে দুটি চার ও এক ছয়ে ৩০ রান করেন বাংলাদেশি অলরাউন্ডার।
১৭ রান আসে মারলন স্যামুয়েলসের ব্যাট থেকে। ১৭ রানে অপরাজিত থাকেন দলপতি ড্যারেন স্যামি। ১৯ রানে দুটি উইকেট পান ইয়াসির শাহ।

স্পোর্টস ডেস্ক