মুস্তাফিজের মুন্সিয়ানায় শেষ ওভারে রংপুরের জয়
শেষ ওভারে জয়ের জন্য ঢাকা ক্যাপিটালসের প্রয়োজন ছিল ১০ রান। হাতে ৬ উইকেট। ঢাকা অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে ক্রিজে সাব্বির রহমান। দুই পরীক্ষিত তারকাকে চেপে ধরেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজকে নিয়ে দুদিন ধরে ক্রিকেটপাড়ায় তোলপাড়। দেশ ছাপিয়ে যার উত্তাপ ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। সেই ফিজ বল হাতে আবারও রাখলেন সামর্থ্যের ছাপ। ডেথ ওভারে কেন তিনি সেরা, দিলেন প্রমাণ। চার রানের বেশি তুলতে দেননি ঢাকার দুই ব্যাটারকে। তাতে রংপুর রাইডার্স পায় ৫ রানের দারুণ জয়।
টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান করে রংপুর। জবাবে ২০ ওভারে ৪ উইকেটে ১৫০ রানে থামে ঢাকা।
রান তাড়ায় ঢাকার শুরুটা ভালো হয়। উদ্বোধনী জুটিতে রহমানউল্লাহ গুরবাজ ও আবদুল্লাহ আল মামুন তোলেন ৫৪ রান। ২২ বলে ৩১ রান করে কাইল মায়ার্সের শিকার হন গুরবাজ। ১৮ বলে ২০ বরে খুশদিল শাহর বলে আউট হন মামুন। ওয়ানডাউনে নেমে সাইফ হাসান নামের প্রতি সুবিচার করতে পারেননি। ২৪ বলে ১৫ রানে আলিস আল ইসলামের শিকার হন সাইফ।
এক প্রান্তে ফিফটি তুলে নেন মিঠুন। ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন ৩৮ বলে ৫৬ রানে। মাঝে শামীম হোসেন পাটোয়ারীকে ১১ রানে সাজঘরের পথ দেখান মুস্তাফিজ। সাব্বির নেমে ৮ বলে ১২ রান করলেও শেষ ওভারে ধরা খান কাটার মাস্টারের কাছে। ফলে জয় থেকে ৫ রান দূরেই থামতে হয় ঢাকাকে।
রংপুরের পক্ষে ৪ ওভারে ২৩ রানে ১ উইকেট নেন মুস্তাফিজ। মায়ার্স, আলিস ও খুশদিল প্রত্যেকেই পান একটি করে উইকেট।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি রংপুরের। ১৮ রানে ভাঙে ওপেনিং জুটি। কাইল মায়ার্সকে ১১ রানে ফেরান মোহাম্মদ সাইফউদ্দিন। আরেক ওপেনার লিটন দাস বিদায় নেন ৬ রানে, উইকেট নেন জিয়াউর রহমান। ওয়ানডাউনে নামা ডেভিড মালান ৩৩ রান করেছেন বটে, তবে খেলেছেন ৩৩ বল। তার মন্থর ইনিংসে কিছুটা চাপে পড়ে রংপুর।
তাওহিদ হৃদয় গোল্ডেন ডাকে ফিরলে চাপ বাড়ে রংপুরের। মাহমুদউল্লাহ আবারও দলের হাল ধরেন। ৪১ বলে ৭টি চারে ৫১ রান আসে অভিজ্ঞ এই তারকার ব্যাট থেকে। শেষ দিকে রংপুরের হয়ে ঝড় তোলেন খুশদিল শাহ। তার ব্যাটে চড়েই দেড়শ ছাড়ানো সংগ্রহ পায় দলটি। খুশদিল অপরাজিত থাকে ৩৮ রানে। ২১ বলের ইনিংসটি সাজান ৪টি চার ও ২টি ছক্কায়।
ঢাকার পক্ষে জিয়াউর নেন দুই উইকেট। একটি করে উইকেট পান ইমাদ ওয়াসিম, তাসকিন আহমেদ ও সাইফউদ্দিন।
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্স : ২০ ওভারে ১৫৫/৫ (মায়ার্স ১১, লিটন ৬, মালান ৩৩, হৃদয় ০, মাহমুদউল্লাহ ৫১, খুশদিল ৩৮*, সোহান ৭*; ইমাদ ৪-০-২০-১,তাসকিন ৪-০-৩৫-১, সাইফউদ্দিন ৪-০-২৯-১, জিয়াউর ৪-০-৩৫-২, নাসির ৩-০-১৫-০, সাইফ ১-০-১৪-০)
ঢাকা ক্যাপিটালস : ২০ ওভারে ১৫০/৪ (গুরবাজ ৩১, মামুন ২০, সাইফ ১৫, মিঠুন ৫৬*, শামীম ১১, সাব্বির ১২*; মায়ার্স ২-০-৭-১, আলিস ৪-০-৩৮-১, জাভেদ ৪-০-৩৪-০, রাকিবুল ৩-০-২৬-০, মুস্তাফিজ ৪-০-২৩-১, খুশদিল ৩-০-১৯-১)
ফলাফল : রংপুর ৫ রানে জয়ী।

স্পোর্টস ডেস্ক