পুনের পিচকে বাজে বলল আইসিসি!
টানা ছয়টি সিরিজ জিতে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছিল ভারতীয় দল। বিরাট কোহলির দল অপরাজিত ছিল টানা ১৯টি ম্যাচ। বীরদর্পে এগিয়ে যাওয়া এই দলকে হারের স্বাদ দিল অস্ট্রেলিয়া। উড়তে থাকা ভারতকে কদিন আগে মাটিতে নামিয়ে এনেছে স্টিভেন স্মিথের দল।
পুনে টেস্টে ভারতকে তিন দিনেই হারাল অস্ট্রেলিয়া। ১৯ ম্যাচ পর ভারতের হারটাও হলো ৩৩৩ রানের বিশাল ব্যবধানে।
সেই হারের ক্ষত না শুকাতেই আবার সমস্যার মুখে পড়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই ম্যাচের পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সদ্যসমাপ্ত ভারত-অস্ট্রেলিয়া টেস্টের উইকেট কেন এত খারাপ ছিল, ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে তার ব্যাখ্যা চেয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
এরই মধ্যে একটি চিঠি দেওয়া হয়েছে। এর উত্তর ১৪ দিনের মধ্যে দিতে বলা হয়েছে স্বাগতিক দলের বোর্ডকে।
পুনের সে টেস্টের ম্যাচ রেফারি ক্রিস ব্রড পিচ নিয়ে একটি রিপোর্ট জমা দিয়েছেন। যাতে উল্লেখ ছিল, সে ম্যাচের পিচ নাকি খুবই খারাপ ছিল।
ভারতের জবাব পেলে বিষয়টি খতিয়ে দেখবে আইসিসি। আর তা প্রমাণ হলে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন শাস্তির মুখে পড়তে পারে। অবশ্য এর আগে পিচ কেলেঙ্কারিতে আইসিসির শাস্তির মুখে পড়েছিল দিল্লির ফিরোজ শাহ কোটলা।

ক্রীড়া প্রতিবেদক