টস জিতে ব্যাটিংয়ে ভারত
পুনেতে বড় ব্যবধানে হারের পর ব্যাঙ্গালুরুতে সিরিজে ফেরার লড়াইয়ে মাঠে নেমেছে ভারত। চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক কোহলি। অস্ট্রেলিয়া পুনের টেস্টের একাদশ নিয়ে নামলেও দ্বিতীয় টেস্টের দলে দুটি পরিবর্তন এনেছে ভারত। ওপেনার মুরালি বিজয়ের বদলে অনেকদিন পর জাতীয় দলে এসেছেন অভিনব মুকুন্দ। অলরাউন্ডার জয়ন্ত যাদবের বদলে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের ট্রিপল সেঞ্চুরিয়ান করুন নায়ারকে নেওয়া হয়েছে।
ঘরের মাটিতে বেশ কিছুদিন ধরেই ভারত দেখাচ্ছিল দাপুটে নৈপুণ্য। বিরাট কোহলির নেতৃত্বে টানা ছয়টি টেস্ট সিরিজ জয়ের নতুন রেকর্ড গড়েছিল ভারত। অপরাজিত ছিল টানা ১৯টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে প্রায় সবাই ভারতের গায়েই সেঁটে দিয়েছিলেন ফেভারিটের তকমা। কিন্তু প্রথম টেস্টে উড়তে থাকা সেই ভারতকে একটানে মাটিতে নামিয়ে আনে স্টিভেন স্মিথের দল।
স্টিভেন স্মিথের দারুণ ব্যাটিং আর অজি স্পিনারদের অসাধারণ বোলিংয়ের ভারতকে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হারায় অস্ট্রেলিয়া। ২০০৪ সালের পর এই প্রথম ভারতের মাটিতে স্বাগতিকদের নিয়ন্ত্রণ করছে অস্ট্রেলিয়া। ২০০৪ সালে হারের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা ১১টি ম্যাচে অপরাজিত ছিল ভারত।

স্পোর্টস ডেস্ক