মরগানের শতকে এগিয়ে গেল ইংল্যান্ড

ইংল্যান্ডের জয়টা অনুমিতই ছিল। অ্যান্টিগাতে ওয়েস্ট ইন্ডিজকে ৪৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। জয়ের ম্যাচে সেঞ্চুরি করে অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুককে ছাড়িয়ে গেলেন মরগান। ওয়ানডেতে কুক ও স্ট্রাউস চারটি করে সেঞ্চুরি করেছিলেন। পাঁচটি শতক করে ইতিহাসে নাম লেখালেন মরগান।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার জেসন রয়কে হারায় হারায় ইংল্যান্ড। এরপর জো রুটও বিদায় নেন মাত্র ৪ রান করে। তবে স্যাম বিলিংস ও ইয়ন মরগান তৃতীয় উইকেট জুটিতে দলের বিপর্যয় ঠেকান। ৬৭ রান করেন তারা। ৫৬ বলে ৫২ রান করে আউট হন স্যাম বিলিংস। এরপর বাটলারকে নিয়ে আরো ৩৩ রান যোগ করেন মরগান। পঞ্চম উইকেট জুটিতে বেন স্টোকসকে নিয়ে গড়েন ১১০ রানের জুটি। স্টোকস ৫৫ রান করে ফিরলেও মঈন আলীকে নিয়ে আরেকটি অর্ধশত রানের জুটি গড়ের ইংলিশ অধিনায়ক। স্টোকস ৬১ বলে ৫৫ রান করে যখন আউট হন তখন ইংল্যান্ডের রান ২৩৯। এর পরই ক্যারিয়ারের দশম সেঞ্চুরি তুলে নেন মরগান। ১১২ বলে সেঞ্চুরি পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ১১৬ বলে ১০৭ রান করে আউট হন মরগান। ২২ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন মঈন। শেষ পর্যন্ত ২৯৬ রানের বড় স্কোর গড়ে ইংলিশরা।
জবাবে ৩৯ রানেই তিন উইকেট হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। ব্রাফেট, লুইস, পাওয়েলরা আউট হয়ে গেলে চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। মিডল অর্ডারে জেসন মোহাম্মদ ও জনাথন কার্টার দৃঢ়তা দেখালেও ৪৭.২ ওভারে ২৫১ রানেই অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। জেসন ৯১ বলে ৭২ ও কার্টার ৪৭ বলে ৫২ রান করেন। এ ছাড়া শাই হোপ করেন ৩৮ বলে ৩১ রান। ইংল্যান্ডের ক্রিস উকস ও লিয়াম পাঙ্কেট চারটি করে উইকেট নেন।