‘তিন পেসার খেলানোর সিদ্ধান্ত ভুল নয়’
গল টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে স্বাগতিক শ্রীলঙ্কা বেশ মজবুত অবস্থানে রয়েছে। প্রথম দিন শেষে তারা মাত্র চার উইকেট হারিয়ে ৩২১ রান করে। শুরুতে একটা ধাক্কা দিলেও শেষ পর্যন্ত বাংলাদেশের বোলাররা যে খুব একটা সুবিধা করতে পারেননি, তা বলাই যায়।
তাই প্রথম দিন শেষে একটা আলোচনা শুরু হয়ে গেছে, বাংলাদেশের তিন পেসার খেলানোর সিদ্ধান্ত ভুল ছিল কি না। সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনাও হচ্ছে। তবে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ মনে করেন, তিন পেসার খেলানোর সিদ্ধান্ত মোটেও ভুল ছিল না।
মঙ্গলবার শ্রীলঙ্কার গলে প্রথম দিন শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘এই ম্যাচে তিন পেসার খেলানোয় ভালোই হয়েছে। এই উইকেটে স্পিনারদের সাফল্য পাওয়া খুব একটা সম্ভব নয়, যতক্ষণ না ব্যাটসম্যানরা ভুল করছেন। বরং ভালো জায়গায় বল করলে এখানে পেসারদের উইকেট পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’
আসলেও তাই, এদিন স্বাগতিকদের পড়া চার উইকেটের তিনটিই নিয়েছেন তিন পেসার, শুভাশীষ রায় চৌধুরী, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অন্য উইকেটটি নিয়েছেন মিরাজ।
কুশল মেন্ডিসের শতক ও আসেলা গুনারত্নের হাফ সেঞ্চুরিতে প্রথম ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে চার উইকেটে ৩২১ রান করেছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস অপরাজিত ১৬৬ ও গুনারত্নে ৮৫ রান করেছেন, এ ছাড়া ডিকওয়েল্লা ১৪ রানে অপরাজিত রয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক