৩১ বলে ডোয়াইন স্মিথের সেঞ্চুরি
প্রথম দিন থেকেই জমে উঠেছে হংকং প্রিমিয়ার লিগ। লিগের প্রথম দুদিনে জ্বলে উঠেছেন বেশিরভাগ তারকা ক্রিকেটার। প্রতিযোগিতার প্রথম ম্যাচে রান পেয়েছেন ড্যারেন স্যামি, জেমস ফ্রাঙ্কলিনের মতো তারকারা। অবশ্য সাঙ্গাকারা-ডেসকাটেরা সেই ম্যাচে ছিলেন ফ্লপ। ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি মাত্র ১৮ বলে হাফ সেঞ্চুরি করে নিজ দল হ্যাম হং জাগুয়ার্সকে জিতিয়েছেন। সেই ম্যাচে ২৭ বলে ৫৮ রান করেন তিনি।
পরের ম্যাচে চার-ছয়ের ঝড়টা আরেক ধাপ বাড়িয়ে দেন ডোয়াইন স্মিথ। কুলুন ক্যান্টসের হয়ে ৩১ বলে সেঞ্চুরি করেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি। এর আগে ২০১৩ সালে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে মাত্র ৩০ বলে শতক হাকান ক্রিস গেইল।
এর আগে কাইল কোয়েৎজারের ৫৭ বলে ৮৭ ও ক্রিস জর্ডানের অপরাজিত ৭৫ রানের সুবাদে ৬ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে সিটি কাইটাক। ২০০ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই বাবর হায়াত ও কালাম ম্যাকলেয়ডকে হারিয়ে বসে কুলুন ক্যান্টস।
তবে মারলন স্যামুয়েলসকে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডোয়াইন স্মিথ। ১৪২ রান যোগ করেন এ দুজন। ৩১ বলে শতক পূর্ণ করেন স্মিথ। শেষ পর্যন্ত ৪০ বলে সাতটি চার ও ১৩টি ছয়ে ১২১ রান করে অপরাজিত থাকেন তিনি। অন্যদিকে ৩৩ বলে ৭ চার ও তিনটি ছক্কায় ৫৯ রান করেন স্যামুয়েলস। সিটি কাইটাকের দিলশান ও নিকোলাস পুরান কোনো রান না করেই আউট হন।

স্পোর্টস ডেস্ক