ভালোই জবাব দিচ্ছে ভারত

ভালোই জমে উঠেছে ভারত-অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। প্রথম দুই ম্যাচে দুই দলই পেয়েছে একটি করে জয়। তৃতীয় ম্যাচেও হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে টেস্ট র্যাংকিংয়ের শীর্ষ দুই দল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে আজ দ্বিতীয় দিনে স্কোরবোর্ডে ১২০ রান জমা করে ফেলেছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিয়া নিতে পেরেছে মাত্র একটি উইকেট। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ৩৩১ রানে।
উদ্বোধনী জুটিতেই ৯১ রান জমা করে ভারতের শুরুটা ভালোভাবেই করেছিলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়। ভারতীয় ইনিংসের ৩২তম ওভারে প্রথম সাফল্য পেয়েছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে গেছেন রাহুল। আউট হওয়ার আগে ৬৭ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। দিনের বাকি সময়টা অবশ্য নির্বিঘ্নেই পার করেছে ভারত। দ্বিতীয় উইকেটে ২৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে আজ দ্বিতীয় দিনের খেলা শেষ করেছেন বিজয় ও চেতেশ্বর পুজারা।
এর আগে ভারতীয় বোলারদের ভালোই ভুগিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। গতকাল প্রথম দিনেই অর্ধশতক পূর্ণ করার পর আজ শেষপর্যন্ত অপরাজিত ছিলেন এ সময়ের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। শেষপর্যন্ত তাঁর ব্যাট থেকে এসেছে ১৭৮ রানের হার না মানা ইনিংস। দুই বছর পর টেস্ট খেলতে নেমে শতক পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েলও। তাঁর ব্যাট থেকে এসেছে ১০৪ রান। শেষপর্যায়ে ম্যাথু ওয়েডের ৩৭ ও স্টিভ ও’কাফির ২৫ রানের ছোট দুটি ইনিংসে ভর করে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয়েছিল ৪৫১ রান।