জবাবটা ভালোই দিয়েছেন সাকিব
কয়দিন আগেও সাকিব আল হাসানের বোলিং সামর্থ্য নিয়ে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের বোলিংয়ে আগের মতো ধার নেই বলে দাবি করেছিলেন তিনি। মানে তাঁর বোলিং অনেকটাই নির্বিষ।
অথচ সেই সাকিবই কি না ব্যাট হাতে দারুণ একটি সেঞ্চুরি করার পর বলহাতেও দারুণ সাফল্য পেয়েছেন। কলম্বোয় দুই ইনিংসে ছয় উইকেট নিয়ে বাংলাদেশের জয়ে রেখেছেন বিশাল অবদান। এই দারুণ সাফল্য পেয়ে কোচকে ভালোই জবাব দিয়েছেন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
আজ রোববার কলম্বোয় এক সংবাদ সম্মেলনে অনেকটা হাসির ছলে সাকিব বলেন, ‘হয়তো তিনি (চন্ডিকা হাথুরুসিংহে) এখন বলবেন সাকিব আগের মতোই বল করছে। এখন সে সেরা বোলার।’
নিজের বোলিং সামর্থ্য নিয়ে বিশ্বের অন্যতম সেরা এই অলাউন্ডার বলেন, ‘সত্যি কথা বলতে কি, আমি সব সময়ই চেষ্টা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। কখনো সাফল্য পাই, আবার কখনো ব্যর্থ হই। হয়তো এই ম্যাচে ভালো করেছি, বলা যায় আগের মতোই বল করছি।’
কোচ নিজেও ম্যাচ শেষে সাকিবের প্রশংসা করেছেন, ‘এই ম্যাচে সাকিব দারুণ বোলিং করেছে। মুস্তাফিজ যখন একদিক থেকে ভালো বোল করছিল, অন্য পাশে সাকিব তখন রানটা আটকে রেখেছে। এটা দলের জয়ে খুবই ভালো হয়েছে।’
আজ রোববার নিজেদের শততম টেস্টে বাংলাদেশ চার উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়েছে। টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের নবম জয়। এই ম্যাচেই নয়, পুরো সিরেজেই ব্যাট ও বলহাতে দারুণ সাফল্য দেখিয়ে সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন।

ক্রীড়া প্রতিবেদক