কেভিন ও’ব্রায়েনের নৈপুণ্যে সমতা ফেরাল আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি সিরিজে বিধ্বস্ত করার পর ওয়ানডেতেও আয়ারল্যান্ডকে পাত্তা দিচ্ছিল না আফগানিস্তান। প্রথম দুটি ওয়ানডেতে ভালো খেলেও আফগানদের সঙ্গে পেরে ওঠেনি আইরিশরা। তবে অবশেষে জয়ের মুখ দেখল আয়ারল্যান্ড। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-২ এ সমতায় ফিরল আয়ারল্যান্ড।
ভারতের নয়ডায় সিরিজের চতুর্থ ম্যাচে ৩ উইকেট হাতে রেখেই আফগানদের দেওয়া ২২১ রানের লক্ষ্য টপকে যায় আয়ারল্যান্ড।
টসে জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই কেভিন ও’ব্রায়ানের বোলিং তোপে পড়ে আফগানরা। একটা পর্যায়ে মাত্র ৮৩ রানে ৭ উইকেট হারিয়ে বসে দলটি। তবে শেষে দিক মোহাম্মদ নবী ৪১ ও শফিকুল্লাহ ৪২ ও দাওলাত জাদরানের ৪১ রানে ভর করে ৪৯.৫ ওভারে ২২০ সংগ্রহ করে আফগানিস্তান।
২২১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কেভিন ও’ব্রায়ানের ৭২, গ্রে উইলসন ৪২, পল স্টার্লিং ২৮ ও এড জয়েসের ২৪ রানে ভর করে তিন উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে আইরিশরা। ৩০ রানে ৪ উইকেট নেন নবী। আগামী শুক্রবার একই মাঠে সিরিজের পঞ্চম ম্যাচটি অনুষ্ঠিত হবে।