আজ তাসকিনের জন্মদিন

প্রথম ম্যাচে হারের পরই নিশ্চিত হয়ে যায় দ্বিতীয় ম্যাচে তাঁর ওয়ানডে অভিষেক হচ্ছে। ভারতীয় গভীর ব্যাটিং লাইন আপের বিপক্ষে ভালো কিছু করতে হলে দুর্দান্ত একজন পেসার দরকার এই ভাব্না থেকেই দ্বিতীয় ম্যাচে তাঁকে খেলানোর বিষয়ে সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। আর অন্য ম্যাচের মতো উইকেটমুখের দরজাটা খুললেন মাশরাফি বিন মুর্তজা। দ্বিতীয় ওভারে দেশসেরা পেসারের সঙ্গে যোগ দিলেন সদুর্শন এক পেসার। কেবল দেখতেই সুন্দর তবে প্রতিপক্ষের কাছে বেশ কুৎসিত চেহারায় আবির্ভাব হলো তাঁর। চতুর্থ বলেই ফেরালেন ররিন উত্থাপ্পাকে। এরপর একেক করে চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিন্নি ও অমিত মিশ্রকে ফিরিয়ে দিয়ে মাত্র ১০৫ রানে গুটিয়ে দেন সেই পেসার। ২৮ রানে ৫ উইকেট নিয়ে অভিষেকটাকে রাঙিয়ে তোলেন তিনি। সেই ম্যাচ হারলেও জিতে যায় বাংলাদেশ। কারণ এই ম্যাচেই নিখাঁদ এক সোনার দেখা যায় দেশের ক্রিকেটে। তাঁর নাম তাসকিন আহমেদ। ১৯৯৫ সালের আজকের দিনেই ঢাকার মোহাম্মদপুরে জন্ম হয় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান এই পেসারের।
জাকির হোসেন রোডে বড় হয়ে ওঠা এই পেসার অবশ্য অন্য সবার মতো ব্যাট হাতেই ক্রিকেটটা শুরু করেন। তবে বড়দের ভিড়ে ব্যাটিং করার সুযোগ তেমন একটা হয়ে উঠত না। শেষমেশ খেলার জন্য বল হাতেই নেমে পড়লেন একদিন। সেই থেকে শুরু। এরপর স্কুলজীবন পেরুতেই ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়ে যায়। ২০১১ সালের অক্টোবরে ঢাকা মেট্রোপলিটনের হয়ে বরিশাল বিভাগের বিপক্ষে অভিষেক হয় তাসকিনের।
কেবল সমবয়সী নয়, ঘরোয়া ক্রিকেটে তাঁর চেয়ে জোরে বল করতে পারতেন না আর কেউই। সফল কয়েকটা মৌসুম পার করার পর ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাক পান তাসকিন। প্রথম দুই ম্যাচে হতাশাজনক পারফর্ম করেন বাংলাদেশের ক্রিকেটাররা। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মূল দলে জায়গা পান তাসকিন। সেই ম্যাচেও হেরে যায় বাংলাদেশ। তবে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করাতে সক্ষম হন তাসকিন। তার পেস ও বাউন্সে বেশ অসুবিধায় পড়ে অসি ব্যাটসম্যানরা।
বিশ্বকাপের সেই ম্যাচের পরের সিরিজেই ওয়ানডেতেও ডাক পেয়ে যান তাসকিন আহসেদ। এরপরের গল্পটা তো সবার মুখে মুখে।
গত বিশ্বকাপের সময় অবৈধ বোলিং অ্যাকশনের কারণে ক্রিকেট থেকে নির্বাসনে ছিলেন। অদম্য মানসিকতা ও পরিশ্রমের কারণে অল্প কয়েকদিনের মধ্যেই আবার ফিরেছেন ২২ গজে।
৬ ফুট ৪ ইঞ্চির এই বোলার এখন পর্যন্ত ২৬ ওয়ানডেতে নিয়েছেন ৪১ উইকেট। ওয়ানডেতে দেশের পঞ্চম বোলার হিসেবে পেয়েছেন হ্যাটট্রিকের স্বাদ। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে এখনো নিজেকে প্রমাণ করে চলছেন। ৪ টেস্টে ৭ ও ১৪টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তাসকিন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে তাসকিনের অভিজ্ঞতা আর সেই সঙ্গে উইকেটও। শুভ জন্মদিন তাসকিন।