মুস্তাফিজকে নিয়ে ভিন্ন পরিকল্পনা
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/20/photo-1434791814.jpg)
ওয়ানডে অভিষেকে ঔজ্জ্বল্য ছড়িয়ে, পাঁচ উইকেট নিয়ে মুস্তাফিজুর রহমান এখন সবার আলোচনার কেন্দ্রে। ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়ের নায়ককে ঘিরে ভিন্ন পরিকল্পনা সাজাচ্ছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। তাঁর আশা, দলের পেস আক্রমণের একমাত্র বাঁ-হাতি রোববার দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠবেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে চন্ডিকা হাথুরুসিংহে বলেন, ‘প্রথম ম্যাচে দারুণ সাফল্য পাওয়া মুস্তাফিজের বল সম্পর্কে ভারতের ব্যাটসম্যানরা এরই মধ্যে ভালো ধারণা পেয়েছেন। তাই তাকে নিয়ে আমাদের আলাদা করে পরিকল্পনা সাজাতে হচ্ছে। আমি আশাবাদী, প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জ্বলে উঠে সে দলকে আবার সাফল্য এনে দেবে।’
সংবাদ সম্মেলনে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে মুস্তাফিজের ধাক্কা লাগার প্রসঙ্গও উঠেছে। যে ঘটনায় ধোনির ম্যাচ ফির ৭৫ আর মুস্তাফিজের ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। এ প্রসঙ্গে বাংলাদেশ কোচের বক্তব্য, ‘ঘটনাটা দুঃখজনক। তবে এ নিয়ে আমার কোনো মন্তব্য করা ঠিক হবে না। সিদ্ধান্তটা ম্যাচ রেফারির। তিনি যা ভালো বুঝেছেন তাই করেছেন।’
প্রথম ম্যাচের মতো রোববারও চার পেসার নিয়ে বাংলাদেশ একাদশ সাজাবে কি না এমন প্রশ্নের জবাবে হাথুরুসিংহে বলেন, ‘দ্বিতীয় ম্যাচের একাদশ এখনো ঠিক হয়নি। চার পেসার খেলানোর পরিকল্পনা আমাদের ভাবনায় আছে। তবে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হবে।’