ভারতের চাপেই মুস্তাফিজকে জরিমানা!
মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে মুস্তাফিজুর রহমানকে ধাক্কা দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। টিভি রিপ্লেতে স্পষ্ট গেছে, ভারতীয় অধিনায়কের সেই ধাক্কাটা ইচ্ছাকৃত ছিল। ওই ঘটনায় ধোনিকে তাঁর ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। আর আঘাত পেয়ে মাঠের বাইরে যাওয়া মুস্তাফিজকে জরিমানা করা হয় ম্যাচ ফির ৫০ শতাংশ। অথচ আম্পারদের রিপোর্টে মুস্তাফিজুরের নামই ছিল না!
তাহলে কেন জরিমানা করা হলো অভিষেকে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেওয়া মুস্তাফিজকে? ভারতের জনপ্রিয় দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের চাপেই এমনটা করা হয়েছে। কীভাবে মুস্তাফিজকে জরিমানা করা হলো এর বিস্তারিত উঠে এসেছে পত্রিকাটির প্রতিবেদনে। সেখানে বলা হয়, বৃহস্পতিবার রাত ২টায় ধোনিকে ডেকে পাঠান ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। ধোনিকে জানানো হয়, আম্পায়াররা তাঁর বিরুদ্ধে রিপোর্ট দিয়েছেন। মুস্তাফিজুরকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়েছেন, যা লেভেল টু অপরাধ। ধোনিকে তিনটি পথের কথা বলা হয়। এক, দোষ স্বীকার করে নেওয়া, যার শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। দুই, দোষ স্বীকার করে শাস্তি কমানোর আবেদন। তিন, অভিযোগ চ্যালেঞ্জ করা যার শাস্তি দুই ম্যাচ বহিষ্কার বা কোনো ম্যাচের ১০০ শতাংশ জরিমানা।
আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, অভিযোগ শুনে ধোনি উত্তেজিত হয়ে পড়েন এবং ঘনিষ্টদের বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে এটি করেননি। অভিযোগের বিরুদ্ধে লড়বেন বলেও ঘোষণা দেন ধোনি।। তিনি অভিযোগ চ্যালেঞ্জ করছেন, একটি ফর্মে এমনটি লিখে সই করে ম্যাচ রেফারির কাছে তিনি পাঠিয়ে দেন। আম্পায়ার ও ম্যাচ রেফারি রাতেই ঘটনার ভিডিও ফুটেজ নিয়ে বসেন। আর ভারতীয় দলে দফায় দফায় বৈঠক চলে।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টায় নাশতার টেবিলে বসেন অধিনায়ক ধোনি, ভারতীয় দলের ডিরেক্টর রবি শাস্ত্রী, সহঅধিনায়ক বিরাট কোহলি, দলের প্রশাসনিক ম্যানেজার বিশ্বরুপ দে। ম্যাচ রেফারির সঙ্গে সাক্ষাতের আগে পরিকল্পনা ঠিক করা হয়, ধোনি ঘটনার অ্যাকশন রিপ্লে করে দেখাবেন, শাস্ত্রী তুলবেন বোলারের পজিশনের ব্যাপারটা, টিম ম্যানেজার আইনি প্যাঁচে ফেলবেন পাইক্রফটকে। ম্যাচ রেফারির সঙ্গে সাক্ষাতে ছকে বাঁধা পথে সব চলতে থাকে। ধোনি ঘটনার সময় নিজের কাঁধ, কনুই, মাথার পজিশন সব কিছুর পুনরাবৃত্তি করে বোঝান এটা ইচ্ছাকৃত নয়। শাস্ত্রী বলেন, বোলার কেন ডেঞ্জার জোনে ওভাবে দাঁড়িয়ে থাকবে? ফলো থ্রু অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল। বলও তাঁর ধারেকাছে ছিল না। টিম ম্যানেজার বিশ্বরূপ যুক্তি দেন, কোনো গাড়ি দুর্ঘটনা ঘটলে তাকে দুই ভাবে দেখা যেতে পারে। চালকের দোষে সেটা ঘটেছে। নইলে আক্রান্ত ব্যক্তি নিজেই গাড়ির সামনে চলে এসেছে। সব সময় তাই চালকের দোষেই হবে, এমন নয়।
আনন্দবাজারের প্রতিবেদনে আরো বলা হয়, অনেক যুক্তিতর্কের পর ম্যাচ রেফারি সুর নরম করে বলেন, ধোনি এটা ইচ্ছা করে করেননি বোঝা গেল কিন্তু আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী ম্যাচ চলাকালীন ধাক্কাধাক্কি হলে জরিমানা হবে। তাই ধোনির ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নেওয়া হবে। শাস্ত্রীরা তখন বলেন যে, ধোনি দোষী হলে মুস্তাফিজুরও সম্পূর্ণ নির্দোষ নন। ভারত ঠিক করে বাংলাদেশকে যদি না ডাকা হয়, তা হলে আইসিসির কাছে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। এ সময় ম্যাচ রেফারি ডেকে পাঠান মুস্তাফিজুরকে। আম্পায়ার্স রিপোর্টে নাম না থাকলেও ভারতের শুনানির পরে মুস্তাফিজুরকে ডেকে তাঁরও ৫০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়।