দলের ভালো হলে আমাকে সরিয়ে দিতে পারে
‘আমাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিলে ভারতীয় ক্রিকেটের জন্য ভালো হয়, তবে আমাকে সরিয়ে দেওয়াই সঠিক সিদ্ধান্ত’—বাংলাদেশের সঙ্গে সিরিজে হারার পর মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলেন ভারতীয় দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
‘ভারতীয় দলের সঙ্গে কখনো খারাপ কিছু ঘটলেই তার জন্য আমাকে দায়ী করা হয়। যেন সবকিছুই আমার জন্য ঘটেছে। এমনকি বাংলাদেশের মিডিয়া পর্যন্ত হাসছে’—সিরিজ হারার এ ব্যর্থতা ধোনির কি না, সাংবাদিকদের এ প্রশ্নে এমনই উত্তর দেন এ ভারতীয় অধিনায়ক।
আর কত দিন অধিনায়কত্ব চালিয়ে যাবেন এবং আপনি এখনো কি এটা উপভোগ করছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ধোনি বলেন, ‘আমি সত্যি ক্রিকেট উপভোগ করি। যখন এর আগের প্রশ্নটা করা হয়েছিল, আমি তখনই বুঝেছি এ প্রশ্নের সম্মুখীনও হতে হবে আমাকে। বরাবরই আমাকে এ ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়। আমি জানি, মিডিয়া আমাকে ভালোবাসে। যদি আপনি এটা সমর্থন করেন যে আমাকে সরিয়ে দিলে ভারতীয় টিম ভালো করতে পারবে এবং ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে খারাপ যা কিছু ঘটছে তার জন্য দায়ী আমি, তবে অবশ্যই আমি ক্যাপ্টেনসি থেকে সরে যাব। একজন সাধারণ খেলোয়াড়ের মতোই আমি খেলব।’
‘এটা কোনো ব্যাপারই না যে দলের অধিনায়ক কে, এটা আমার একটা দায়িত্ব ছিল। অধিনায়কত্বের জন্য আমি কোনো লাইনে দাঁড়িয়ে ছিলাম না,’ যোগ করেন ধোনি।
ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ছয় উইকেটে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে হারার পর মিরপুর স্টেডিয়ামে দলের একাদশ নির্বাচন নিয়ে ভারতীয় সাংবাদিকের করা এ প্রশ্নের জবাবে তেলেবেগুনে জ্বলে ওঠেন ধোনি। এর পর একের পর এক ক্ষোভের বুলি উগড়ে দিতে থাকেন ‘ক্যাপ্টেন কুল’ খেতাব পাওয়া এ ভারতীয় অধিনায়ক।