‘ধোনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি’

দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া হওয়ার পর সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনি বলেছিলেন প্রয়োজনে অধিনায়কত্ব ছাড়তে তিনি রাজি। মঙ্গলবার আরেকটি সংবাদ সম্মেলনে এ বিষয়ে রবিচন্দ্রন অশ্বিনের কাছে জানতে চাওয়া হয়েছিল। ভারতের এই অফস্পিনার জানিয়েছেন এ বিষয়ে তাঁর কোনো ধারণা নেই। বরং ভারতের সফলতম অধিনায়কের প্রশংসায় অশ্বিনের কণ্ঠ আবেগরুদ্ধ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধোনির অধিনায়কত্ব ছাড়া প্রসঙ্গে প্রশ্ন রাখা হলে অশ্বিন বলেন, ‘দেখুন, উনি যখন কথাটা বলেছিলেন আমি তখন সেখানে ছিলাম না। এটা তাঁর একান্ত ব্যক্তিগত মতামত। এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।’
ধোনিকে ‘কিংবদন্তি’ হিসেবে নির্দ্বিধায় রায় দিয়ে এই অফস্পিনারের মন্তব্য, ‘ভারতীয় ক্রিকেটে ধোনির অবদানের কথা বলে শেষ করা যাবে না। তিনি অসাধারণ ক্রিকেটার। তাঁর দেশকে এখনো অনেক কিছু দেওয়ার আছে। তিনি ভারতীয় ক্রিকেটের একজন কিংবদন্তি।’
সিরিজ হেরে যাওয়ার পর ভারতীয় দলের ড্রেসিং রুমের অবস্থা সম্পর্কে জানতে চাইলে অশ্বিন বলেন, ‘প্রথম দুই ম্যাচেই হেরে যাওয়ায় স্বাভাবিকভাবেই খেলোয়াড়রা হতাশ। তবে আমাদের ড্রেসিং রুমের পরিবেশ গুমোট নয়। এই ব্যর্থতাকে আমরা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি। খেলায় হার-জিত তো থাকবেই।’
শেষ ম্যাচে অশ্বিনের একটাই লক্ষ্য, ‘অবশ্যই জয়। শেষ ম্যাচটা অন্তত জিততে চাই। এটাই আমাদের একমাত্র লক্ষ্য এখন।’