আয়ারল্যান্ডে আজও আছে বৃষ্টির শঙ্কা
বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি। ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে মাশরাফিদের। আজ স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও আছে বৃষ্টির শঙ্কা। এমনটাই বলা হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।
আয়ারল্যান্ডের ডাবলিনে ম্যাচটা শুরু হবে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। সে সময় বৃষ্টির আশঙ্কা তেমন নেই। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ মেঘলা হয়ে উঠতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে। দুপুর নাগাদ যদি বৃষ্টি শুরু হয়, তাহলে আবারও হতাশ হতে হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচটাতেও শুরুটা হয়েছিল নির্বিঘ্নে। টস হেরে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুটা ভালোভাবে করতে না পারলেও তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল টাইগাররা। পঞ্চম উইকেটে ৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যাচ্ছিলেন এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩১.১ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিল : ১৫৭/৪।
কিন্তু এরপরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। পরে আর একটা বলও মাঠে গড়াতে পারেনি। বাধ্য হয়েই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। ভালো অবস্থানে থেকেও পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয় বাংলাদেশকে। আজও তেমন কিছু যেন না হয়, সেই প্রার্থনাই করছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।

স্পোর্টস ডেস্ক