স্বপ্নপূরণের আরো কাছে স্বাগতিক চিলি

কোপা আমেরিকার ৯৯ বছরের ইতিহাসে একবারও শিরোপা জয়ের স্বাদ পায়নি চিলি। এবার নিজেদের মাটিতে আয়োজিত আসরে সেই আক্ষেপ ঘোচানোর জন্য মরিয়া হয়ে খেলছেন চিলিয়ান ফুটবলাররা। লক্ষ্য পূরণের পথে আরো একধাপ এগিয়েও গেছে স্বাগতিকরা। এবারের কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে পেরুকে ২-১ গোলে হারিয়ে পা রেখেছে ফাইনালে।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৫টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে। জয়ী দলের বিপক্ষে শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে নামতে হবে চিলিকে।
২০ মিনিটের মধ্যেই পেরু পরিণত হয় ১০ জনের দলে। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পেরুর ডিফেন্ডার কার্লোস জামব্রানোকে। ১০ জনের পেরুর বিপক্ষে এর পর বেশ চড়াও হয়েই খেলেছে চিলি। পুরো ম্যাচে বলের দখল তাদের কাছে ছিল ৭২ শতাংশ সময়। ৪২ মিনিটের মাথায় চিলি গোলও পেয়ে যায় তরুণ ফরোয়ার্ড এদুয়ার্দো ভার্গাসের গোলে। দ্বিতীয়ার্ধে খেলায় সমতা ফেরানোর কাজটাও করেছেন চিলির খেলোয়াড়রা। ৬০ মিনিটের মাথায় আত্মঘাতী গোল করে বসেন চিলির ডিফেন্ডার গ্যারি মেডেল। চার মিনিট পরেই অবশ্য ব্যবধান ২-১ করে দেন ভার্গাস। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় পায় চিলি।