সেই উডস আর এই উডস!

কে ভেবেছিল, এই দিনও দেখতে হবে টাইগার উডসকে। টানা দশ বছর বিশ্বের সেরা ধনী খেলোয়াড়কে এখন হাজতবাসেও থাকতে হয়। নেশা করে গাড়ি চালানোর দায়ে সম্প্রতি গ্রেপ্তার হন ১৪টি মেজর শিরোপা জেতা সর্বকালের সেরা এই গলফার। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর অবশ্য ছেড়ে দেওয়া হয় উডসকে। তবে ততক্ষণে বিশ্ব গণমাধ্যমে শিরোনামে পরিণত হন তিনি।
সোমবার বেপরোয়াভাবে গাড়ি চালানোর অপরাধে টাইগার উডসকে গ্রেপ্তার করে পাম বিচ কাউন্ডি শেরিফ পুলিশ। ড্রাইভিং আন্ডার দি ইনফ্লুয়েন্স (ডিইউআই) আইন মোতাবেক উডসকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাঁকে।
পুলিশ নেশাগ্রস্ত বললেও নিজেকে মাতাল ভাবতে রাজি নন টাইগার উডস। তিনি বলেন, ‘যেটা করেছি সেটা অপরাধ ছিল। সেটির সম্পূর্ণ দায় আমি নিয়েছি। তবে আমি নেশাগ্রস্ত ছিলাম না। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে এটা ঘটেছে।’
এরপর সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এই গলফ কিংবদন্তি। তিনি বলেন, ‘আমি বুঝিনি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এমন মারাত্মক রূপ ধারণ করবে। কথা দিচ্ছি, ভবিষ্যতে এমন আর ঘটবে না। মন থেকে আমার পরিবার, বন্ধু ও ভক্তদের কাছে ক্ষমা চাইছি। সবার সমর্থন চাইছি।’
২০১৩ সালে বিশ্ব গলফ চ্যাম্পিয়নশিপ জেতার পর আর কোনো শিরোপা জিততে পারেননি টাইগার উডস। নারী কেলেঙ্কারি, বিবাহবিচ্ছেদসহ বেশ কিছু নেতিবাচক কাজের জন্য সমর্থকদের আস্থা হারিয়ে ফেলেন টাইগার উডস। এরপর চোটের কারণে দুই বছর ধরে মেজর টুর্নামেন্টগুলোতে অংশ নিতে পারছেন না তিনি।
গত মে মাসে অস্ত্রোপচার করেন তিনি। এরপর আবার গলফে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই তারকা গলফার। সেরে ওঠার পথেই রয়েছেন তিনি। তবে এরই মধ্যে আবার নেতিবাচক খবরের কারণে শিরোনামে এলেন টাইগার উডস।