কাভা কাপে ফাইনাল খেলতে চায় বাংলাদেশ ভলিবল দল

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনা শুরু হতে যাচ্ছে ‘কাভা কাপ ফর ম্যান-২০২৫।’ সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশনের (কাভা) সার্বিক তত্ত্বাবধানে আগামী ২২ থেকে ২৮ সেপ্টেম্বর চলবে টুর্নামেন্ট। স্বাগতিক বাংলাদেশ সহ সেন্ট্রাল এশিয়ার মোট ছয়টি দেশ অংশ নিচ্ছে টুর্নামেন্টে।
বাংলাদেশের পাশাপাশি শিরোপার লড়াইয়ে নামবে—আফগানিস্তান, তুর্কমেনিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টকে সামনে রেখে আজ সোমবার (২০ অক্টোবর) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে উন্মোচিত হয় ট্রফি।
ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, কোচ ও দলের অধিনায়ক উপস্থিত ছিলেন। বাংলাদেশ অধিনায়ক কাভা কাপের ফাইনালে খেলার আশাবাদ ব্যস্ত করেন। টুর্নামেন্টের জন্য দলের প্রস্তুতি আশাব্যঞ্জক হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দলটা আগের চেয়ে ভালো। আমরা অনেক কিছু পারতাম না। নতুন কোচ এসে আমাদের শেখাচ্ছেন। প্রস্তুতি বেশ ভালো। আমরা শিরোপা জিততে পারব কি না, তা জানি না। তবে, ফাইনালে খেলতে চাই। ফাইনালে উঠলে এরপর শিরোপার জন্য লড়াই করা যাবে।’
ভলিবলে এক সময় বিশ্ব র্যা ঙ্কিংয়ে থাকলেও অনেকদিন ধরে বাংলাদেশ নেই সেখানে। প্রায় দুই বছর আন্তর্জাতিক ম্যাচ না খেলাতে এই অবস্থা হয়েছে। কাভা কাপ দিয়ে আবারও র্যা ঙ্কিংয়ে ফেরার প্রক্রিয়া শুরু হবে বলে জানান ভলিবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি লতিফ শাহরিয়ার জাহেদী। তিনি জানান, ফেডারেশনের সীমিত আর্থিক সামর্থ্যে তারা এই টুর্নামেন্ট আয়োজন করছে র্যা ঙ্কিংয়ে ফেরার জন্য। তিনি আশাবাদী, কাভা কাপের মাধ্যমে এই প্রক্রিয়া শুরু হবে। বাংলাদেশও আবার এগিয়ে যাবে ভলিবলে।