তামিমের ঘটনা যেভাবে ইংলিশ গণমাধ্যমে

গিয়েছিলেন এসেক্সের হয়ে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলতে। কিন্তু এক ম্যাচ খেলেই ইংল্যান্ড থেকে হঠাৎ ফিরে এলেন তামিম ইকবাল। কেন? তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, পরিবারের ওপর ‘সন্ত্রাসী হামলার’ কারণেই ইংল্যান্ড ছেড়েছেন এই বাংলাদেশি ওপেনার। যদিও তিনি নিজে বলছেন, ব্যক্তিগত কারণেই দেশে ফিরে এসেছেন।
ইংলিশ গণমাধ্যমগুলো তামিমের এই খবরটি ফলাও করে প্রকাশ করেছে। বিবিসির রিপোর্টে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশে ‘হেট ক্রাইম’ বেড়ে গেছে কয়েক গুণ। বেশ কিছু গুরুতর ঘটনাও ঘটেছে এর মধ্যে। কেউ কেউ সংশয় প্রকাশ করলেও পুরো ঘটনা উড়িয়ে দেওয়া যায় না।
টেলিগ্রাফ জানিয়েছে, দেশটির ক্রিকেট বোর্ডের এক সূত্রে জানা গেছে তামিমের স্ত্রী বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন। তবে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ সত্য নয়।
দ্য ইনডিপেনডেন্ট তাদের শিরোনামে লিখেছে, পরিবারের ওপর হামলার ঘটনা তামিম অস্বীকার করছেন চাপে পড়ে।
অবশ্য গতকাল বুধবার নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তামিম লিখেছেন, ‘আমার ভক্ত এবং শুভানুধ্যায়ীদের জানাতে চাই, ব্যক্তিগত কারণে এসেক্সে পুরো সময় খেলতে পারছি না আমি। বেশ কিছু গণমাধ্যম কারণ হিসেবে হামলার কথা বলছে। তবে সেগুলো সত্য নয়। ক্রিকেট খেলার জন্য আমার সবচেয়ে পছন্দের জায়গা ইংল্যান্ড। আমি সবাইকে জানাতে চাই, ইংল্যান্ডে আবারও খেলতে চাই আমি।’
আর এসেক্স নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে জানায়, ব্যক্তিগত কারণেই জরুরি ভিত্তিতে দেশে ফিরে যান তামিম। এ জন্য তাঁকে শুভকামনাও জানায় তারা।
রেস্টুরেন্টে খাবার খেয়ে বের হওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তামিমসহ তাঁর পরিবারের পেছনে ধাওয়া করে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে স্ত্রী-পুত্র নিয়ে ফিরে আসার সিদ্ধান্ত নেন এই বাংলাদেশি ব্যাটসম্যান। বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছে বিষয়টি। তা ছাড়া তামিমের স্ত্রী আয়েশার ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।