পিএসজিতে যেও না, নেইমারকে মেসি-রোনালদো

মাঠের লড়াইয়ে তাঁরা একে অপরের প্রবল প্রতিপক্ষ। কেউ কাউকে বিন্দুমাত্র ছেড়ে কথা বলেন না। তবে মাঠের বাইরে যে তাঁরা মানুষ এবং একে অপরের বন্ধু, সেটা আবার মনে করিয়ে দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠে মেসি-নেইমারদের হার কামনা করলেও ব্যক্তিগত জীবনে এ দুজন তারকা ফুটবলারের প্রতি দারুণ শ্রদ্ধাবোধ রয়েছে তাঁর। ভালোবাসার এই দাবি থেকেই হয়তো নেইমারকে প্যারিস সেন্ট জার্মেইনে যেতে বারণ করেছেন রোনালদো। কেবল রিয়াল তারকাই নন, নেইমারের সতীর্থ মেসিও চান না ন্যু ক্যাম্প ছেড়ে আর কোথাও যান এই ব্রাজিল তারকা।
নেইমার বার্সেলোনা ছাড়লে কার্যত রিয়াল মাদ্রিদ খুশিই হবে। কারণ, স্পেনের ফুটবলে রিয়ালের একমাত্র প্রতিপক্ষ কেবলই মেসি-নেইমারের বার্সেলোনা। সে ক্ষেত্রে নেইমারের অন্য ক্লাবে চলে যাওয়ার খবরটা শুনে ক্রিস্টিয়ানো রোনালদোর খুশি হওয়ারই কথা। তবে সবাইকে অবাক করে দিয়ে ব্রাজিল তারকাকে বার্সেলোনায় থেকে যাওয়ার পরামর্শ দেন সিআরসেভেন।
রোনালদোর বিশ্বাস, প্যারিসে গেলে ক্যারিয়ারে একধাপ পেছনে চলে যাবেন নেইমার, ‘তাঁকে যদি যেতেই হয়, তাহলে বার্সেলোনার চেয়ে আরো ভালো একটি ক্লাব রয়েছে।’
নাম না বলা ক্লাবটি যে রিয়াল মাদ্রিদ, সেটা তো অনুমান করেই ফেলেছেন। নেইমার যদি রিয়ালে না আসেন, সে ক্ষেত্রেও ব্রাজিল তারকাকে আর একটি ক্লাবের নাম বলেছেন রোনালদো। সেটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড।
একটি ক্রীড়াবিষয়ক প্রতিষ্ঠানের হয়ে প্রচারণায় এখন চীনে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নেইমার প্রসঙ্গে কথাগুলো এখানেই বলেন রিয়াল তারকা। এ ছাড়া চিরপ্রতিদ্বন্দ্বী মেসির প্রসঙ্গেও মুখে খোলেন সিআরসেভেন। তিনি বলেন, ‘মাঠে সবার সঙ্গেই লড়াইটা আমার। মেসি, নেইমার, লেভেনদভস্কি, হিগুয়েইনসহ বিশ্বের সেরা তারকারা সবাই সবার সঙ্গে লড়াই করে। এ লড়াইটা ফুটবলকে সমৃদ্ধ করে। তবে মাঠের বাইরে আমরা সবাই একে অপরের বন্ধু।’
রোনালদোর পর মেসিও নেইমারকে প্যারিসে যেতে বারণ করলেন। মেসির ঘনিষ্ঠজনের বরাত দিয়ে স্পেনের গণমাধ্যমগুলো জানাচ্ছে, মেসি খুব করে চাইছেন নেইমার যেন ন্যু ক্যাম্পেই থাকেন। কারণ, গত মৌসুমটা দারুণ কেটেছে নেইমারের। শিরোপা না জিতলেও মেসি-নেইমারের রসায়নটা ছিল দারুণ।